ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ভারতীয় ব্যাটিং তারকা রোহিত শর্মা। এই বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য সিয়েটের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হয় রোহিত শর্মাকে। সেই অনুষ্ঠানেই মুখ খুললেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বিষয়ে বলতে গিয়ে একবারের জন্যেও প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম উল্লেখ করেননি রোহিত। পরিবর্তে, তিনি এই জয়ের কৃতিত্ব রাহুল দ্রাবিড়ের আমলে প্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলিকে দেন। প্রাক্তন অধিনায়ক-কোচ জুটির মতাদর্শ গ্রহণ করার জন্য দলের প্রশংসা করেন রোহিত।
রোহিত এবং দ্রাবিড়ের অধীনে ভারত ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হৃদয়বিদারক পরাজয় হজম করতে হয়েছিল রোহিতকে। তবে সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল ভারত। আটমাসের মধ্যে ভারতকে দুটি আইসিসি ট্রফি জেতান রোহিত শর্মা। এই আবহে রোহিত বলেন, 'দেখুন, আমি এই দলকে ভালোবাসি, তাদের সাথে খেলতে পছন্দ করি। এই যাত্রায় আমরা সবাই বহু বছর ধরে একসঙ্গে আছি। এক বছর বা দুই বছরের কাজ এটা নয়। আমরা অনেকবার ট্রফি জয়ের কাছাকাছি এসেছিলাম, কিন্তু আমরা চূড়ান্ত রেখা অতিক্রম করতে পারিনি। এরপরই সবাই সিদ্ধান্ত নিই, আমাদের আলাদা কিছু করা দরকার। আমাদের প্রত্যেকের এই চিন্তাভাবনা গ্রহণের দরকার ছিল। এবং সবাই সেটা করে।'
মঙ্গলবার মুম্বইয়ে সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডসের ২৭তম সংস্করণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি বিশেষ স্মৃতিচিহ্ন দিয়ে সম্মানিত করা হয় ৩৮ বছর বয়সি তারকাকে। সেই প্রতিযোগিতা জয়ের বিষয়ে রোহিত বলেন, 'সেই প্রতিযোগিতায় (চ্যাম্পিয়ন্স ট্রফি) অংশ নেওয়া সব ছেলেরাই জানতেন, কীভাবে গেম জিততে হবে, কীভাবে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা সেখানে ছিল না। কোনও কিছুকেই হালকাভাবে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবাই এই প্রক্রিয়া উপভোগ করেছে। এই প্রক্রিয়াই আমাকে এবং রাহুল ভাইকে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে সাহায্য করেছিল। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই প্রক্রিয়া সাহায্য করে আমাদের। ২০২৩ সালে যদিও আমরা ফাইনালে সীমা অতিক্রম করতে পারিনি, আমরা এরপরে দল হিসাবে কিছু করে দেখানোর জন্য প্রস্তুত হয়েছিলাম এবং সবাই সেটাই করেছে।' উল্লেখযোগ্যভাবে, ভারতের টি০২০ বিশ্বকাপ জয়ের পরে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল এবং গত বছরের জুলাইয়ে গম্ভীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই বছরের শুরুতে দুবাইয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় প্রধান কোচ ছিলেন তিনি।
এদিকে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে প্রত্যাবর্তন নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত। তিনি বলেন, 'আমি ব্যক্তিগত ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালোবাসি। তাঁদের দেশে ক্রিকেট খেলা বেশ চ্যালেঞ্জিং। সেখানকার মানুষ এই খেলাটা ভালোবাসেন। তবে যতবারই আমরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হই, সেটা একটা নয়া চ্যালেঞ্জ। সেখানে বেশ কয়েকবার আমি গিয়েছি। তাই এখন আমি বুঝি, সেখানে কী প্রত্যাশা করা যায়। আশা করছি আমরা সেখানে গিয়ে ভালো করব।'
