ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে স্পষ্টতই বিরক্ত দেখাল ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সরফরাজ খানের ব্যাটিংয়ে। যে ভঙ্গিমায় তিনি আউট হলেন, তা দেখে বেজায় বিরক্তি প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। গোলাপী বলের ওয়ার্ম আপ ম্যাচে সরফরাজ খানের থেকে আরও ভালো পারফরমেন্স আশা করেছিলেন রোহিত শর্মা। মানুকা ওভারে টিম ইন্ডিয়া সহজে জিতলেও , সরফরাজ খানের আউটে রোহিতকে স্পষ্টতই বিরক্ত দেখাল।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
রোহিত নির্দেশ দেন চালিয়ে খেলার-
ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় ৪৪তম ওভারের আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচত জিতে গেছিল ভারত। ছয় উইকেটে ম্যাচ জিতে যাওয়ার পর ভারতীয় দল ব্যাটিং চালিয়ে গেছিল, কারণ এটা একটা প্রস্তুতি ম্যাচ ছিল। রোহিত ডাগআউটে ছিলেন, কারণ তিনি আগেই আউট হয়ে গেছিলেন। তবে তিনি দলের জয়ের পর মাঠের দুই অপরাজিত ব্যাটার ওয়াসিংটন সুন্দর এবং সরফরাজ খানকে নির্দেশ দিচ্ছিলেন বড় শট খেলার জন্য।
বিরক্তিকরভাবে আউট সরফরাজ খান-
কিন্তু ৪৪তম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান সরফরাজ খান। তবে তিনি বড় শট খেলতে গিয়ে আউট হননি। আপাত নিরিহ একটি বল লিগ সাইডের দিকে যাচ্ছিল, সেখানেই খোঁচা মেরে অযথা আউট হন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথমে একটু অবাক দেখাচ্ছিল তাঁকে, যদিও অস্ট্রেলিয়ার আবেদনের পর আম্পায়াররা আউট দিতেই তিনি ডাগআউটের দিকে রওনা দেন।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
রোহিত মুখে হাত দিয়ে দেন -
এরপরই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার চোখ মুখের প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরায়। সেখানে দেখা যায়, সরফরাজ খান ওভাবে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই চোখ মুখ হাতে ঢেকে নেন হিটম্যান। এরপরই ধারাভাষ্যকাররা হেসে ফেলেন। তাঁরা বলতে থাকেন রোহিতকে নিয়ে, ‘আদৌ রোহিত হাসছেন না কাঁদছেনষ আমার মনে হয় ও হাসছে ’। আসলে রোহিত এমনভাবেই মুখে হাত দিয়েছিল, যে তাঁর মুখের কোনও ছবি দেখা যাচ্ছিল না।
রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা-
ভারতীয় দল সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। পার্থ টেস্টে জয়ের পর আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জাগয়াতেই ছিল টিম ইন্ডিয়া। ফলে তাঁরা যে এগিয়ে থেকে ওয়ার্ম আপ ম্যাচে শুরু করবেন সেটা স্বাভাবিক বিষয়ই ছিল। সেই মতো যশস্বী জয়ওয়াল, লোকেশ রাহুলরা ভালো শুরু করেন। গিল অর্ধশতরান করেন। টিম ইন্ডিয়া ম্যাচ জিতেও নেয়। তবে রোহিত শর্মা চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন, যা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ভারতীয় দলের।