বাংলা নিউজ > ক্রিকেট > বার্বাডোসে বিশ্বকাপ জয়ের পর হাতে জাতীয় পতাকা! বিরল মূহূর্তকে প্রোফাইল পিকচার করলেন হিটম্যান

বার্বাডোসে বিশ্বকাপ জয়ের পর হাতে জাতীয় পতাকা! বিরল মূহূর্তকে প্রোফাইল পিকচার করলেন হিটম্যান

রোহিত শর্মা, জাতীয় পতাকা নিয়ে। ছবি- রোহিত শর্মা (এক্স)

বিশ্বকাপ ট্রফি জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের নানা আইকনিক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।যার মধ্যে অন্যতম ভারত অধিনায়ক রোহিত শর্মার ভারতীয় পতাকা কেনসিংটন ওভালের মাঠেই পুঁতে দিয়ে উদযাপন।যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।এবার সেই ছবিকেই নিজের সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচার করলেন হিটম্যান।

শুভব্রত মুখার্জি:- গোটা এক দশকের বেশি সময়ের যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলকে। সেমিফাইনাল,ফাইনালে পৌঁছে অধরা থেকে গিয়েছে আইসিসির শিরোপা জয়।গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে দেশের মাটিতে অপরাজেয়ভাবে ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি জিততে না পারার আক্ষেপ থেকে গিয়েছিল। সেই আক্ষেপ, হতাশার অবসান ঘটেছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে

 

ট্রফি জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের অভিব্যক্তিতে সেই কথাই ধরা পড়ছিল। সেই সময়ে মাঠে ক্যামেরাবন্দি হয় নানা আইকনিক মুহূর্ত। যার মধ্যে অন্যতম ভারত অধিনায়ক রোহিত শর্মার ভারতীয় পতাকা কেনসিংটন ওভালের মাঠেই পুঁতে দিয়ে উদযাপন। যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।এবার সেই ছবিকেই নিজের সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচার করলেন ভক্তদের আদরের হিটম্যান।

নিজের এক্স হ্যান্ডেলের ছবিটি সম্প্রতি বদলেছেন রোহিত শর্মা। নিজের সেই বার্বাডোসের মাঠে ভারতীয় পতাকা পুঁতে দেওয়ার ছবিটি এক্স হ্যান্ডেলে প্রোফাইল পিকচার করেছে। ভারতীয় ক্রিকেট তো বটেই রোহিতের ক্রিকেট কেরিয়ারের অন্যতম বড় হাইলাইটস এই ছবিটি। গোটা বিশ্ব ক্রিকেটে সেদিন ভারত নিজেদের আধিপত্য স্থাপন করেছিল। পতাকা মাঠে পুঁতে দিয়ে রোহিত যেন সেই বার্তাই দিয়েছিলেন।গোটা দেশের গর্ব,আনন্দের প্রতীক যেন হয়ে উঠেছে এই ছবিটি। এই ফাইনাল ম্যাচ জেতার পরেই ৩৭ বছর বয়সী রোহিত শর্মা টি২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে আলবিদা জানান।তবে ওডিআই এবং টেস্টে তিনি এখনো খেলা চালিয়ে যাবেন ভারতের হয়ে।

কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির পরবর্তীতে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছেন রোহিত শর্মা। উল্লেখ্য গত বছর ভারত রোহিত শর্মার অধিনায়কত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।যদিও লড়াই করার পরেও দুর্ভাগ্যজনকভাবে এই দুই ফাইনালেই তাদের হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এই রবিবারের বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করে দিয়েছেন টেস্টের পাশাপাশি ওডিআইতেও আপাতত ভারত অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। 

তিনি জানিয়েছেন আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত রোহিতের অধিনায়কত্বে খেলেই চ্যাম্পিয়ন হবে বলে জয় শাহর দৃঢ় বিশ্বাস। উল্লেখ্য টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে একমাত্র দল হিসেবে গোটা বিশ্বকাপে অপরাজিত থেকে শিরোপা জয়ের নয়া নজিরও গড়েছে ভারতীয় দল।এতদিন যে সাফল্য অধিনায়ক রোহিত শর্মার কাছেও ছিল অধরা তা অবশেষে বাস্তব হয়েছে ২৯ জুন ২০২৪ সালে বার্বাডোসের কেনসিংটন ওভালে।

 

ক্রিকেট খবর

Latest News

‘ঘরের মধ্যে ডেকে…..’, RG করে সন্দীপের 'কীর্তি' ফাঁস আরও এক তরুণী ডাক্তারের মায়ের প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.