বাংলা নিউজ > ক্রিকেট > ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত

৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত

রোহিত শর্মা। ছবি- এএফপি (AFP)

লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও রোহিত জেতাতে পারেনি মুম্বইকে। ম্যাচ শেষে রোহিত শর্মা বলছেন, ‘ আমি একজন ব্যাটার হিসেবে জানি, আমার মান অনুযায়ী খেলতে পারিনি। এত বছর খেলার পর যদি বেশি চিন্তা করি, তাহলে খেলায় তার প্রভাব পড়বে’।

আইপিএল অভিযান শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। রোহিত শর্মা এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রান করেছেন। আইপিএলের শুরু থেকেই রোহিত যথেষ্ট বিরক্ত ছিলেন, তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায়। স্পষ্টভাবেই কদিন আগে ইডেন গার্ডেন্সে এসে রোহিত তাঁর দীর্ঘদিনের বন্ধু অভিষেক নায়ারকে বলেছিলেন, চোখের সামনে দেখছেন মুম্বই শিবির বদলে যাচ্ছে। একটি দলের ভিতরেই যখন দুটি দল তৈরি হয়, তখন তারা আর কিভাবে আইপিএলের বাকি ৯ দলের বিরুদ্ধে লড়াই করবেন, এই প্রশ্নই তুলেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে রোহিত শর্মা মুম্বইয়ের জার্সিতে সম্ভাব্য শেষ ইনিংস খেলার পর কিন্তু জানিয়ে দিলেন নিজের পারফরমেন্সে খুশি নন তিনি। মুখে না বললেও, ড্রেসিং রুমের অন্দরে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা যে তাঁর ওপর মানসিক চাপ ফেলেছে, সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন-টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত

২০২৪ আইপিএলে রোহিত শর্মা করেছেন ৪১৭ রান। স্ট্রাইক রেট ১৫০।  এর আগে ২০১৯ সালে শেষবার ৪০০ রানের গণ্ডি এক আইপিএলে টপকে ছিলেন রোহিত। আর ২০১৬ সালে রোহিত শর্মা করেছিলেন ৪৮৯ রান। ফলে পারফরমেন্সের নিরিখে দেখা গেলে, এবারে তিনি খুব খারাপ মোটেই খেলেননি। কিন্তু দলগত পারফরমেন্স একদম তলানিতে মুম্বইয়ের। লখনউ সুপার জায়ান্টেসর বিরুদ্ধে ৬৮ রানের ইনিংসের পরেও রোহিত কিন্তু বলছেন, নিজের খেলায় খুশি নন তিনি।

আরও পড়ুন-সন্ত্রাস না বন্ধ করলে কোনও ক্রিকেট নয়, পাকিস্তানকে বার্তা জয়শঙ্করের

দুর্দান্ত লড়াই করেও রোহিত, নমনরা জেতাতে পারেনি মুম্বইকে। ম্যাচ শেষে রোহিত শর্মা বলছেন, ‘ আমি একজন ব্যাটার হিসেবে জানি, আমার মান অনুযায়ী খেলতে পারিনি। এত বছর খেলার পর যদি বেশি চিন্তা করি, তাহলে খেলায় তার প্রভাব পড়বে’। একই সঙ্গে রোহিত স্বীকার করে নিয়েছেন শুরুতে যেভাবে প্ল্যান করে দল এগিয়েছিল, সেই স্ট্র্যাটেজি ঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি, যার দায় নিতেই হবে তাঁদের। কিন্তু আইপিএলের এরকম মাঝে মধ্যেই হয়, তাই বেশি চিন্তা করতে রাজি নন রোহিত।

আরও পড়ুন-IPL 2024-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি

আগামী ৫ই জুন আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত, তার আগেই তিনি রানে ফেরায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ভারত অধিনায়ক বলছেন, আইপিএল শুরুর আগেই ভারতীয় দলের ক্রিকেটাররা জানতেন বিশ্বকাপে তাঁদের কাজ ঠিক কি হবে, ফলে দলের কম্বিনেশন নিয়ে সকলেই অবগত।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

উৎসবের মধ্যেই পথে নামল নাগরিক সমাজ, সিবিআই চার্জশিটের বিরুদ্ধে সিজিও অভিযান IND vs BAN 3rd T20I Live: লক্ষ্য রানের ফুলঝুরি, টস জিতে ব্যাটিং নিলেন সূর্যকুমার এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.