আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের মাঝখানেই এই বড় ঘোষণা করেন তিনি। এমনকী আগামিকালই অস্ট্রেলিয়া থেকে উড়ে দেশে ফিরছেন। এই আবহে অধিনায়ক রোহিত শর্মা জানালেন, পার্থে এসে দলের সঙ্গে যোগ দিতেই অশ্বিনের অবসরের সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছিলেন। তবে তিনি গোলাপী বলের টেস্ট পর্যন্ত অশ্বিনকে আটকে রাখার চেষ্টা করেন। তবে গাব্বায় এসে অশ্বিন নাকি তাঁকে বলেন, 'দলে যদি আমার আর প্রয়োজন না হয়, তাহলে আমি বিদায় জানাতে চাই।' (আরও পড়ুন: ইডেনে স্ট্যান্ডের নামকরণ কর্নেল এনজে নায়ারের সম্মানে, কে ছিলেন এই সেনা আধিকারিক?)
আরও পড়ুন: ইলন মাস্কের নজর কাড়লেন জসপ্রীত বুমরাহ? এককথায় মার্কিন ধনকুবের বললেন...
তখনও খেলার ফলাফল ঘোষণা করা হয়নি। এরই মধ্যে শুরু হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের অবসরের জল্পনা। ড্রেসিং রুমে বসে থাকা বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় অশ্বিনকে। আর সেই এক দৃশ্যেই তাঁর অবসরের জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনা সত্যি হয় ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সেখানে দেখা যায় অশ্বিনকে। সংক্ষেপে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে অশ্বিন চলে যান। কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। আর তারপরই অশ্বিনকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক। রোহিত শর্মার থেকে প্রথমেই জানতে চাওয়া হয়, অশ্বিনের অবসরের বিষয়টি তিনি কখন জানতে পারেন।
সেই সময়ই রোহিত শর্মা বলেন, 'অ্যাশ সম্পর্কে কথা বলতে গেলে... তিনি এই সিদ্ধান্তের বিষয়ে খুব নিশ্চিত ছিলেন। পার্থে এসে আমি শুনেছিলাম এটা। অবশ্যই টেস্ট ম্যাচের প্রথম তিন-চার দিন আমি সেখানে ছিলাম না। কিন্তু তখন থেকেই এটা ওর মাথায় ছিল। স্পষ্টতই এর পিছনে অনেক কিছু রয়েছে; আমি মোটামুটি নিশ্চিত, অ্যাশ যখন তৈরি থাকবে, তখন সে নিজেই এর জবাব দিতে পারবে।' এরপর রোহিত আরও বলেন, 'সে বুঝতে পারছে যে দল কী ভাবছে। ও বোঝে আমরা কী ধরনের কম্বিনেশনের কথা ভাবছি। আমরা যখন এখানে আসি, তখন নিশ্চিত ছিলাম না কোন স্পিনার খেলবে। আমরা কেবল মূল্যায়ন করতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম যে আমাদের সামনে কী ধরণের পরিস্থিতি রয়েছে। তবে হ্যাঁ, যখন আমি পার্থে পৌঁছেছিলাম, তখন আমাদের মধ্যে আড্ডা চলছিল। তখন আমি কোনওভাবে তাঁকে সেই গোলাপী বলের টেস্টে থাকতে রাজি করিয়েছিলাম।'
উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১০৬টি টেস্টে মাঠে নামেন। ২০০টি ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। ম্যাচের তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। এক টেস্টে তাঁর সেরা পারফর্ম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট। অশ্বিন টেস্টে ১৫১টি ইনিংসে ব্যাট করে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৪ রানের।
এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১১৬টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন। ১১৪টি ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩টি ইনিংসে ব্যাট করে ৭০৭ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। পাশাপাশি ভারতের হয়ে মোট ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। ৬৫টি ইনিংসে বল করে ৭২টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ২ বার। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৪ রানে ৪ উইকেট। অশ্বিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৯টি ইনিংসে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করেছেন।