রোহিত শর্মা সেই হাতেগোনা অধিনায়কদের মধ্যে পড়েন, যাঁর বোলারদের প্রতি মায়া-দয়া আছে। এমনই মন্তব্য করলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুষ্ঠানে ভারতের তারকা পেসার বলেন, 'রোহিত সেই হাতেগোনা অধিনায়কের মধ্যে পড়ে, যে নিজে ব্যাটার হলেও বোলারদের প্রতি অনেকটা মায়া-দয়া আছে।' সেইসঙ্গে সার্বিকভাবে ক্যাপ্টেন রোহিতেরও ভূয়সী প্রশংসা করেন বুমরাহ। তিনি দাবি করেন, খেলোয়াড়দের আবেগ, মানসিকতা খুব ভালোভাবে বুঝতে পারেন রোহিত। কোনও খেলোয়াড় কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা বুঝে রোহিত সংশ্লিষ্ট প্লেয়ারকে সেরকমভাবে সামলান বলে জানান বুমরাহ। কোনও বোলার ভালো বল করছে মানে তাঁর বিশ্রামের কথা না ভেবে লাগাতার বল করিয়ে যাওয়ার পক্ষপাতীও নন রোহিত।
ক্যাপ্টেন হওয়ার কথা বলেছেন বুমরাহ?
ভারতের তারকা পেসার সেই মন্তব্য করেন বোলারকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়ে কথা বলার সময়। তাঁকে প্রশ্ন করা হয় যে বোলারদের সাধারণত অধিনায়ক করা হয় না। অনেকে ভাবেন যে তাঁদের উপরে বাড়তি চাপ পড়ে যাবে। এরকম একটা ধারণা আছে। কিন্তু তিনি নিজে মাঠে ‘লিডারের’ ভূমিকা পালন করেন। জুনিয়রদের পরামর্শ দেন। তাঁদের সাহায্য করেন। তো সেক্ষেত্রে তিনি কি নিজে সরাসরি বলেছেন যে আমায় অধিনায়ক হিসেবে বিবেচনা করা হোক?
অধিনায়ক হতে তৈরি বুমরাহ
সেই প্রশ্নের জবাবে ভারতের তারকা পেসার বলেন, ‘ফলাফলের উপরে নির্ভর করে ধারণা পালটায়। আমার বিষয়ে একটা ধারণা ছিল যে এই ধরনের বোলিং কাজে দেবে না, এই ধরনের বোলিং অ্যাকশন কাজে দেবে না। আর এখন অনেকে সেই অ্যাকশনটা অনুকরণের চেষ্টা করে। তাই ফলাফলের উপরে নির্ভর করে ধারণা পালটায়। কিন্তু আপনি কখনও আগ বাড়িয়ে কিছু বলতে চাইবেন না। আপনি চাইবেন যে আপনার হয়ে কথা বলুক ফলাফলই।'
প্যাট কামিন্সের উদাহরণ তুলে ধরে বুমরাহ বলেন, ‘(বোলার হয়েও অধিনায়কত্ব করার) একটা বড় উদাহরণ হলেন প্যাট কমিন্স। যে অনেক দায়িত্ব নেয়, অধিনায়ক হিসেবে গর্বিত বোধ করে। বিশ্বকাপ জিতেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। দলকে অনেক ইতিবাচক ফলাফল এনে দিয়েছে। আপনি কী ভাবছেন, আমার ব্যক্তিগত মতামত কী, সেটার উপরে নির্ভর করে। বোলার হিসেবে আমার মনে হয় না (অধিনায়কত্বের) কাজটা একটা বাড়তি বোঝা।’
আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিততে কপাল লাগে, পিচে কেরামতি নয়’! কাইফের দাবি উড়িয়ে মন্তব্য বিক্রমের
'খেলার সময় বাড়তি দায়িত্ব চান, কারও পিছনে লুকোতে চান না'
কেন সেটা তাঁর মনে হয়, সেই কারণটাও ব্যাখ্যা করে দেন বুমরাহ। তিনি বলেন, 'আপনি যখন ক্রিকেট খেলেন, তখন আপনি বাড়তি দায়িত্ব চান। আপনি কারও পিছনে লুকিয়ে থাকতে চান না। আপনি পিছনের সারিতে বসে থাকতে চান না বা চুপচাপ শুধু নিজের কাজটা করে যেতে চান না। আপনি সরাসরি সমস্যার মুখোমুখি হতে চান। আর আপনি দায়িত্ব চান। আপনার মানসিকতা এরকম হবে যে আমায় বল দাও, আমি পার্থক্য গড়ে দেব। সেটায় রোজ সাফল্য মিলবে, তেমনটা নয়। কিন্তু ম্যাচে দাগ কেটে যাওয়ার জন্য আপনি দায়িত্ব নিতে ভালোবাসবেন।’