বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই গোটা দল বিগত কিছুদিন ধরে চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে ভারতে খেলতে আসছে বাংলাদেশ। ভারত এর আগে শেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছে, যেখানে ২-০ ব্যবধানে পরাজিত হয় তারা। এছাড়াও ভারত শেষ টেস্ট সিরিজ খেলেছিল এবছরের ফেব্রুয়ারি মাসে। সেখানে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল রোহিতরা।
গত সপ্তাহ থেকেই চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে লন্ডন থেকে ফিরে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। জসপ্রীত বুমরাহকে পেস বিভাগে শক্তি বাড়ানোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরী হচ্ছেন গম্ভীরের নজরদারিতে। বোর্ডের তরফে পোস্ট করা হয় ভারতীয় দলের অনুশীলনের সেইসব ভিডিয়ো। অন্যদিকে বোলিং কোচ হিসেবে দলে সদ্য যোগ দিয়েছেন মর্নি মর্কেল। সম্প্রতি প্রকাশিত এক ভিডিয়োতে ব্যাট হাতে নেটে শট খেলতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। চেন্নাইয়ের মাটিতে বরাবরই স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। তাই বাংলাদেশী স্পিনারদের ঘূর্ণি সামলাতে রিভার্স সুইপ প্র্যাক্টিস করছেন রোহিত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
পাকিস্তানকে প্রথবার তাদের দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজে ২টি ম্যাচেই জয় পায় শাকিবরা। প্রথম টেস্ট ম্যাচটি ১০ উইকেটে জেতেন তাঁরা। দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। তাদের হয়ে সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার শাকিব আল হাসান সিরিজে ৫ উইকেট নিয়েছেন। যদিও ভারত বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল টপার। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.৫২। অন্যদিকে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.৫০। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ৩টি টেস্ট খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়ায় উড়ে গিয়ে অংশ নেবে বর্ডার-গাভাসকর ট্রফিতে। WTC-এর দিক থেকে ভারতের জন্য আসন্ন টেস্ট ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ।