বৃহস্পতিবার (৪ জুলাই) ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিজয় উৎসবের সময়ে রোহিত শর্মা শিরোপা জয়ের জন্য হার্দিক পান্ডিয়াকে বিশেষ ভাবে কৃতিত্ব দেন। রোহিত বলেছেন যে, হার্দিক পান্ডিয়ার মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতাই ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছে।
আরও পড়ুন: ইয়ে মুম্বই হ্যায় মেরি জান! ১৩ বছর পর শাপমুক্তি, আবেগে ভাসল ম্যাক্সিমাম সিটি
ওয়াংখেড়ে, যে মাঠকে রোহিতের ঘরের মাঠ বলা হয়ে থাকে, সেই মাঠেই মন উজাড় করে তারকা অলরাউন্ডারের প্রশংসা করলেন রোহিত। আইপিএল চলাকালীন এই মাঠেই তো হার্দিককে নানা ভাবে ধিক্কার জানিয়েছিলেন রোহিত তথা এমআই ভক্তরা। কিন্তু ২ মাসের মধ্যেই ছবি বদলে গিয়েছে। হার্দিকের নামে শব্দব্রহ্ম ছড়িয়ে পড়েছিল গোটা ওয়াংখেড়ে জুড়ে। তার উপর আবার রোহিতের প্রশংসা। সব মিলিয়েই এদিন হার্দিক নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
আরও পড়ুন: দ্রাবিড়ের জায়গায় ভারতের নতুন হেড কোচ নিয়োগ কবে, গুরুত্বপূর্ণ আপডেট দিলেন জয় শাহ
আসলে হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে কম বিতর্ক হয়নি। সেই বিতর্ক আরব সাগরের জলে ছুড়ে ফেলে দিয়ে ওয়াংখেড়ের সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে রোহিত বলে দেন, ‘শেষ ওভারে যে কোনও রান বাঁচানোই খুব কঠিন। প্রচুর চাপ থাকে। শেষ ওভার ভালো বোলিং করার জন্য ওকে অভিনন্দন। প্রথমে ক্লাসেনকে আউট করে এবং আমাদের খেলায় ফিরিয়েছে। তার পরে শেষ ওভারে মিলারের উইকেট নিয়েছে। আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। হার্দিককে হ্যাটস অফ।’ রোহিতের কথা শুনেই আনন্দে আত্মহারা হন হার্দিক। মুম্বইয়ের অভিনন্দন তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গ্রহণ করেন।
শুধু হার্দিক নয়, সূর্যকুমার যাদবেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রোহিত। শেষ ওভারে তিনি যে ভাবে ডেভিড মিলারের ক্যাচ ধরেছেন, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি তখন লং অনে ছিলাম। সূর্য লং অফে ছিল। মিলার যখন বলটা মারল কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল, হয়তো ছক্কা হবে। কিন্তু সূর্য দুর্দান্ত ক্যাচ ধরল। এটা অনুশীলনের ফসল। যে ভাবে ও অনুশীলনে পরিশ্রম করেছে তার ফল পেয়েছে।’
আরও পড়ুন: T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত
আর ১১ বছর আইসিসি ট্রফির খরা কাটানোটা যে গোটা দেশবাসীর কাছেই স্পেশ্যাল, সেটা রোহিত ভালো ভাবেই জানেন। তাই টি২০ বিশ্বকাপ ট্রফিটি দেশবাসীকেই উৎসর্গ করেছেন তিনি। ভারত অধিনায়ক সাফ বলে দেন, ‘আমরা যেমন ১১ বছর অপেক্ষা করেছি, তেমন দেশবাসীও করেছে। ওরা আমাদের হাতে ট্রফি দেখতে চেয়েছিল। সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। এই জয় শুধু আমাদের নয়, দেশবাসীরও জয়।’
২০০৭ সালে টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলেরও অংশ ছিলেন রোহিত। আর এবার তিনি দলের অধিনায়ক। কিন্তু এই দুই বিশ্বকাপ জয়ের কোনও রকম তুলনা করতে রাজি নন হিটম্যান। তিনি বলেন, ‘আগেরটা আমার প্রথম বিশ্বকাপ ছিল। তখন দলে নতুন ছিলাম। সেটা ছিল প্রথম বিশ্বকাপ। আমরা সবাইকে শিখিয়েছিলাম, কী ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হয়। আর এটা অনেক বছরের অপেক্ষার পরে পেলাম। এখন আমি অধিনায়ক। দু'টি বিশ্বকাপের মধ্যে কোনও তুলনা হয় না।’