লক্ষ্যটা ২০২৭ সালের বিশ্বকাপ জয়। নিজে মুখে আপাতত রোহিত শর্মা সেই কথাটা না বললেও সংশ্লিষ্ট মহলের ধারণা, নিজের দীর্ঘ কেরিয়ারে যে একদিনের বিশ্বকাপটা অধরা থেকে গিয়েছে, সেটা জেতার জন্য ২০২৭ সালে শেষবারের মতো ঝাঁপাবেন ভারতীয় অধিনায়ক। আর সেটার জন্য রোহিত ইতিমধ্যে ছক কষে ফেলেছেন বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হল। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে এবং ছন্দ ধরে রাখতে ভারতীয় দলের সহকারী কোচ তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বিশেষভাবে কাজ করবেন। জোর দেবেন নিজের ফিটনেসের উপরে। সেইসঙ্গে ব্যাটিংয়ের উপরেও জোর দেবেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্বকাপের সময় রোহিতের বয়স ৪০ হবে
আসলে ২০২৭ সালের বিশ্বকাপে খেলার ক্ষেত্রে রোহিতের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ফিটনেসই। আপাতত রোহিতের বয়স ৩৭। আগামী ৩০ এপ্রিল ৩৮ বছর হবে। অর্থাৎ ২০২৭ সালের বিশ্বকাপের সময় তাঁর বয়স ৪০ হয়ে যাবে। ফলে সেইসময় রোহিত কতটা ফিট থাকবেন, সেটা নিয়েই যাবতীয় প্রশ্নচিহ্ন থাকছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আর রোহিত নিজেও সম্ভবত সেটা ভালোমতোই জানেন। ২০২৭ সালের বিশ্বকাপে খেলার বিষয় তিনি নিজে কিছু না বললেও সংশ্লিষ্ট মহলের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যে অবসর নেননি, সেটা তো দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য নয়। এখন অবসর না নেওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হল ২০২৭ সালের বিশ্বকাপ। সেই লক্ষ্য পূরণের জন্য রোহিত ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করে ফেলেছেন সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
বিশ্বকাপের আগে ম্যাচ খেলে প্রস্তুতি সারবেন রোহিত
এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপের আগে মোটামুটি ২৭টি মতো একদিনের ম্যাচ খেলার কথা আছে ভারতের। বিশ্বকাপের দিকে তাকিয়ে ম্যাচের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে যে ম্যাচগুলি থাকবে, সেগুলি খেলেই মেগা ইভেন্টের জন্য প্রস্তুতি সারবেন রোহিত। এখন যেহেতু আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই বেশি ফাঁকা সময় পাবেন। মাঠের বাইরে প্রস্তুতির জন্যও বেশি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আর ওই প্রতিবেদন অনুযায়ী যে অভিষেকের সঙ্গে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছেন রোহিত, তাঁর সঙ্গে আগেও কাজ করেছেন ভারতীয় অধিনায়ক. ২০১১ সালের বিশ্বকাপে যখন সুযোগ পাননি, তখন অভিষেকের সঙ্গে নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা শুরু করেছিলেন। অভিষেক একদিকে তাঁর প্রাক্তন টিমমেট। আবার অন্যদিকে রোহিতের মেন্টরও।
রোহিতের পেটের চারপাশে লাল দাগ, পুরনো কথা জানিয়েছিলেন অভিষেক
বছরখানেক আগে একটি পডকাস্টে অভিষেক বলেছিলেন, 'যখন রোহিতকে ২০১১ সালের বিশ্বকাপের দলে নেওয়া হয়নি, তখন আমি সবসময় বলতাম যে আরও কঠোর পরিশ্রম করতে হবে। কারণ ওই সময় ওর ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। ওই সময় বিজ্ঞাপনের একটা অংশ যখন সম্প্রচারিত হয়েছিল, তখন রোহিত এবং যুবরাজকে (সিং) দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। আর রোহিতের পেটের চারপাশে একটা লাল দাগ করে দেওয়া হয়েছিল। আর সেদিকে একটি তির চিহ্ন দেওয়া ছিল। আমি ওটা কোনওদিন ভুলব না। আমরা বাড়িতে ছিলাম। আর টিভি দেখছিলাম। ওই দৃশ্য এসে রোহিত বলেছিল যে আমায় এটা পালটাতে হবে।'