রবিবার গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুদের সম্মান জানানোর দিন। ভারতীয় ক্রিকেট দলের তারকারা নিজেদের গুরুদের জানালেন শুভেচ্ছা এবং ধন্যবাদ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। রোহিত-দ্রাবিড় যুগলবন্দীতে এসেছে সাফল্য। গুরু পূর্ণিমার দিতে তাই রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানালেন রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানালেন ঋষভ পন্ত। স্টার স্পোর্টসের দেওয়া এক ভিডিয়োয় শিবম দুবেকেও দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে গুরু হিসেবে ধন্যবাদ জানাতে, কারণ সিএসকেতে গিয়েই পারফরমেন্সে আমুল পরিবর্তন এসেছেন শিবমের। সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটার অভিষেক শর্মা শুভেচ্ছা জানালেন তাঁর গুরু যুবরাজ সিংকে।
আরও পড়ুন-অজিত আগরকর চাননি, তাই টি২০ অধিনায়ক হওয়া হয়নি হার্দিকের! ফাঁস বড় রহস্য…
রাহুল দ্রাবিড়কে নিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমার সঙ্গে রাহুল দ্রাবিড়ের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যখন আমি অভিষেক করেছিলাম, তখন উনি আমার কোচ ছিল। ভারতীয় ক্রিকেটের কাছে উনি রোল মডেল। আমরা সকলেই জানি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে কতটা সাফল্য পেয়েছেন তিনি। নিজের কেরিয়ারে যে দৃঢ়প্রতিজ্ঞতা তিনি দেখিয়েছেন, সেটা আমি শিখতে চেয়েছিলাম যখন উনি কোচ হয়ে আসেন। উনি আসার পর টি২০ বিশ্বকাপের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ আমরা জিতেছি ’।
আরও পড়ুন-২০২৪ আইপিএলে ব্যর্থতার জের! গোটা কোচিং ইউনিট বদলাচ্ছে LSG! কোচ হতে পারেন লক্ষ্মণ…
মহেন্দ্র সিং ধোনির যথেষ্ট অবদান রয়েছে ঋষভ পন্তের কেরিয়ারে। উইকেটরক্ষক হিসেবে মাহিকেই ফলো করতেন পন্ত। ভারতীয় দলের এই উইকেটরক্ষক বলছেন, ‘শুধু মাঠের ভিতর নয়, মাঠের বাইরেও মহেন্দ্র সিং ধোনি সব সময় আমায় পরামর্শ দেয়। যখনই আমি কোনও বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা, তখন ধোনিভাইয়ের কাছে যাই। উনি দুটি পথই বলে দেয়,কিন্তু কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। আমার নিজের ভাবনা চিন্তাকে আরও ক্ষুরধার করতে উনি সব সময় উদ্বুদ্ধ করে ’।
এমএসডিকে নিয়ে শিবম দুবে বলছেন, ‘আমি আইপিএলে ধোনিভাইয়ের দলে ছিলাম না। আমি যখন অভিষেক করি আন্তর্জাতিক ক্রিকেটে, তখন ধোনি অবসর নিয়ে নিয়েছিল, তাই মন খারাপ ছিল অবশ্যই। যখন আইপিএলে ওনার দলে যোগ দিই, বিষয়টা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। এখন তো কথা বলি, কিন্তু আগে তো ওনার সঙ্গে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যেতাম। আমার কেরিয়ারে ওনার অবদান অনেক। প্রচুর পরামর্শ দিয়েছে, যেটা আমার খেলা আরও উন্নতি করেছে। আমি বরাবরই ওনার ফ্যান ছিলাম, আর থাকব’।
অভিষেক শর্মা বলছেন, ‘বরাবরই ব্রায়ান লারা এবং যুবরাজ সিংয়ের আমি ফ্যান। দুজনেই আমার মেন্টর ছিল। কখনও সমস্যা হলেই তাঁদের টেক্সট করি। যেটা সঠিক উত্তর সেটাই পাই। কোভিডের সময় যুবরাজ সিং আমাদের জন্য আলাদা করে একটা ট্রেনিং ক্যাম্প রেখেছিল, সেখানে আমি, শুভমন এবং প্রভসিমরন অনুশীলন করতাম। আমাদের ট্রেনিং করিয়েছিল, যেটা আমাদের খুব কাজে লাগিয়েছিল’ ।