আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে দঃ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জিতেছে ভারত। উৎসবের তাই কোনও খামতি রাখেনি বিসিসিআই বা সরকার। মানুষও টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আগলে রেখেছেন নিজেদের সন্তানের মতো করে। যেখানেই যাচ্ছেন বীরের অভ্যর্থনা পেয়েছেন হিটম্যান, কিং কোহলিরা। তাঁদের একবার দেখার জন্যেও ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে হাহাকার পড়ে গেছিল টিকিটের। কানায় কানায়র পূর্ণ হয়ে গেছিল বৃহস্পতিবার এই মাঠ। সেখানেই চ্যাম্পিয়ন দলকে সংবর্ধিত করা হয়। উৎসবের আবহে আবেগের বাঁধ ভাঙে ক্রিকেটারদেরও। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা। সেখানেই বিশ্বকাপের ট্রফি নিতে যাওয়ার সময় রোহিতের নাচ নিয়ে মজা করে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী, হাসতে হাসতে হিটম্যান জানালেন কে ছিল তাঁর কোরিওগ্রাফার।
আরও পড়ুন-মায়ের মন! অসুস্থ শরীর উপেক্ষা করেই ছেলের বিজয়যাত্রা দেখতে হাজির রোহিত জননী...
টি২০ বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিতে যাওয়ার সময় এক অদ্ভূতরকম নাচ দেখিয়েছিলেন রোহিত শর্মা। বহুকাঙ্খিত ট্রফি জয়ের পর সাধারণভাবে হাঁটতে হাঁটতে যাননি রোহিত। আনন্দে আত্মহারা ভারতীয় দলের সদস্যরা রোহিত শর্মাকে বলেছিলেন, সময়টা স্পেশাল তাই স্পেশাল কিছু করতে। সেই মতো রোহিত শর্মাও ক্রিকেটারদের পরামর্শে এক অন্যরকম স্টাইলে গিয়ে জয় শাহের হাত থেকে পুরস্কার নেন। একদা ডাব্লু ডাব্লু ই-তে অবসর নেওয়া অ্যাথলিট রিক ফ্লেয়ার এরকমভাবে হাঁটতেন। সেই ঢংয়েই শনিবার বিশ্বকাপের মঞ্চে ট্রফি নিতে গেছিলেন ভারতের তৃতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুন-লোকে হ্যাটা করত...এখনও রক্তক্ষরণ হচ্ছে মনে, মোদীর সামনে কী বললেন হার্দিক?
বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমি দুটো বিষয় লক্ষ্য করেছি সেদিন রোহিতের। আবেগ তো ভালোভাবেই বোঝা যাচ্ছিল সেদিন, আর যেভাবে ট্রফি নিতে যাওয়ার সময় রোহিত পা দোলাচ্ছিল '। এরপর হাসতে হাসতে রোহিত বলেন,'আসলে আমদের কাছে এই দিনটা এসেছে বহু অপেক্ষার পর। তাই সতীর্থরা বলেছিল, বিশেষ দিনে সাধারণভাবে হেঁটে যেও না, বরং নতুনত্ব কিছু কর '। এরপর প্রধানমন্ত্রী জেনে নেন হিটম্যানকে এই আইডিয়া চাহাল দিয়েছিলেন কিনা। তখন রোহিত শর্মা জানান, মাঠের মতো মাঠের বাইরেও এক্ষেত্রে ছাপ ফেলেছে কুলচা জুটি, কারণ চাহালের সঙ্গে কুলদীপ যাদবও তাঁকে এই স্টাইলে ট্রফি নিতে বলেছিলেন।
আরও পড়ুন-‘২০০৭ ভুলিনি, কিন্তু এবারের ট্রফি জয়ের স্বাদ একদম আলাদা’! কারণ ব্যাখ্যা করলেন হিটম্যান...
এরপর পিচের মাটি মুখে দেওয়া প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, 'আমি চেয়েছিলাম, যেই পিচে এত কষ্ট করে আমরা বিশ্বকাপ জিতলাম সেই মাটির স্বাদ নিতে, ওই মূহূর্তটাকে উপলব্ধি করতে চেষ্টা করেছিলাম। আমরা এই ট্রফি জয়ের জন্য অনেক কষ্ট করেছিলাম, আর অনেক অপেক্ষাও করতে হয়েছিল। গতবার আমরা বিশ্বকাপ জয়ের কাছাকাছি এসেও হয়নি। কিন্তু এবার ক্রিকেটারদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠাবোধ কাজে লেগেছে, এই পিচের একটা আলাদা গুরুত্ব ছিল কারণ সেখানেই আমরা ফাইনাল খেলে জিতেছি। তবে এটা আগে থেকে প্ল্যানমাফিক হয়নি, হঠাৎ করেই বিষয়টি হয়ে গেছে '