ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ রয়েছে গৌতম গম্ভীরের। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজে দায়িত্ব নেওয়ার পর তাঁর মার্কশিটে একটি টি২০ সিরিজ জয়, একটি ওডিআই সিরিজে হার রয়েছে। এখনও টেস্টে কোনও রেজাল্ট আসেনি। আসবে দু সপ্তাহ পর। এর মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। তাঁর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই তিনি মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচিং স্টাফ নিয়ে। জানালেন, নতুন ইউনিটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই ক্রিকেটারের কাজ। তিনি এবং তাঁর দল সেটাই করছেন।
আরও পড়ুন-৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…
টি২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় বাকি কোচিং ইউনিটের সসদ্যরাও সরে দাঁড়ায়। এর মধ্যে বিক্রম রাঠৌর যোগ দিয়েছেন নিউজিল্যান্ড দলে, পরশ মাম্বরে ছেড়েছেন পদ। দ্রাবিড় নিয়ে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। ফিল্ডিং কোচ টি দিলীপ একমাত্র থেকে গেছেন দলের সঙ্গে। গৌতির কোচিং ইউনিটে যোগ দিয়েছেন দঃ আফ্রিকার মর্নি মরকেল, নেদারল্যান্ডসের রায়ান টেন দুশখাতে এবং মুম্বইকর অভিষেক নায়ার। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই এবার ভাগ করে নিলেন হিটম্যান।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে অলআউটের পর মনোবল বাড়াতে গান করে ছিলেন শাস্ত্রী! রহস্য ফাঁস অশ্বিনের…
ভারত বাংলাদেশ সিরিজ শুরুর আগে রোহিত শর্মা বলছেন, ‘রাহুল ভাই, বিক্রম ভাইদের কাজের পদ্ধতি একরকম ছিল, সেটা নতুন ইউনিটের থেকে আলাদা হওয়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কায় আমরা যখন নতুন ইউনিটের সঙ্গে কাজ করা শুরু করেছি, আমরা বুঝেছি যে ওরাও দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর ওদের মধ্যেও একে অপরকে বোঝার মানসিকতা রয়েছে। আমি গৌতম ভাই আর অভিষেক নায়ারকে দীর্ঘদিন ধরেই চিনি, প্রত্যাক কোচিং স্টাফেরই নিজস্ব একটা আলাদা পদ্ধতি থাকের,সেটা ওদের ক্ষেত্রেও রয়েছে। আমি ১৭ বছর ধরে বিভিন্ন কোচের সঙ্গে কাজ করেছি, তাই এটা আমি বুঝি যে সকলের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকবে, আর তাঁর সঙ্গেই মানিয়ে নিতে হবে আমাদের। ’।
আরও পড়ুন-টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন ভারতীয় দলের! টি দিলীপের সামনে ফার্স্ট হল বিরাটের দল…
রোহিত আরও বলছেন, ‘আমি মর্নি মরকেলের বিরুদ্ধে কয়েকটা ম্যাচেও খেলেছি। কিছু ক্ষেত্রে মরকেলের সঙ্গে আমার লড়াইও রুদ্ধশ্বাস হয়েছে। রায়ান টেন দুশখাতের বিরুদ্ধে খেললেও অত বেশি খেলিনি, যতটা মরকেলের বিরুদ্ধে খেলেছি। এখও পর্যন্ত আমি বলতে পারি, কোচিং স্টাফ নিয়ে কোনও অসুবিধা বা সমস্যা নেই,আমাদের মধ্যে ভালোই বোঝাপড়া রয়েছে’।