পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলেননি রোহিত শর্মা। পারিবারিক কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে খেলা চলাকালীনই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত। অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। তবে সেখানে তাঁকে ওপেন করতে দেখা যায়নি। খেলতে দেখা গিয়েছিল ৪ নং পজিশনে। আর এই দেখেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করছেন অ্যাডিলেডে ওপেন করবেন না তিনি। পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে সফল হয়েছিলেন দুই ওপেনারই। ৭৭ রান করেছিলেন কেএল রাহুল এবং ১৬১ রান করেছিলেন যশস্বী জসওয়াল। তাই তাঁদের দিয়েই যে ওপেন করাতে চাইবে ভারতীয় শিবির সেই বিষয়ে সন্দেহ নেই।
রোহিত শেষবার টেস্টে ভারতের হয়ে ওপেন করেননি ছয় বছর আগে – ২০১৮ সালে বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্টের সময়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড ডবল করতে হলে অবশ্যই রোহিত, কোচ গম্ভীর সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একটি কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। রোহিত চাইলেই ওপেন করতে যেতে পারেন, তবে সেক্ষত্রে উইনিং কম্বিনেশন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিজে সেটা কখনই অধিনায়ক হিসেবে করতে চাইবেন না রোহিত।
মঞ্জরেকর ESPN ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার জন্য, এটা একটি স্পষ্ট ইঙ্গিত। এটি প্রায় পরিষ্কার। ঠিক যেমন আমরা সবাই চিন্তা করছিলাম এবং ভাবছিলাম যে শেষ ম্যাচের সফল ওপেনার জুটি ভেঙে ফেলা হবে কিনা? সেই দিক থেকে স্পষ্ট যে সিরিজের গুরুত্ব বিবেচনা করে সেটি করা হবে না।’ তিনি আরও বলেন, ‘আপনি ভাবুন অস্ট্রেলিয়ায় প্রথম উইকেটে ২০০ রানের পার্টনারশিপ। এটা অনেক কিছু বলে দেয়। আমরা ফলাফলও দেখতেই পাচ্ছি। যেই ভাবে টিম ম্যানেজমেন্ট ক্রিকেট লজিক এবং ফর্মের নিরিখে খেলোয়াড় বাছাই করছে তা দেখে মনে হয় না তারা কোনও ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে।’
তাহলে রোহিত শর্মা কোথায় ব্যাট করবে? ৫ নম্বরে?
মঞ্জরেকর মনে করেন না যে এতো নিচে রোহিত শর্মা ব্যাট করতে আসবেন। তাঁর আদর্শ ব্যাটিং লাইন-আপ অনুযায়ী, রোহিত ৩ নম্বরে ব্যাট করলে ভারত উপকৃত হবে এবং চোট সারিয়ে ফিরে আসা গিল দুই ধাপ নিচে নেমে পাঁচে চলে যাবে। তিনি মনে করেন, গিল পাঁচ নম্বরে ব্যাট করতে এলে সফল হবেন।