ভারতীয় দলের অধিনায়ক কি সিডনি টেস্টে থাকবেন? এই প্রশ্ন সবার মনের মধ্যেই ছিল , যদি রোহিত শর্মা নিজে থেকেই নাকি সরে দাঁড়াতে চেয়েছেন পরের টেস্ট থেকে। অর্থাৎ সিডনিতে নিজেই নাকি খেলতে চাননি হিটম্যান। এই খবর জানা গেছে, এক সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করবেন বুমরাহ।
জানা গেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা নিজেই ম্যাচের আগের দিন সকালে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান আগরকরকে জানিয়ে দেন সিডনি টেস্ট থেকে তিনি সরে দাঁড়াতে চান। এরপর টিম ম্যানেজমেন্টও অফ ফর্মে থাকা রোহিতের সেই সিদ্ধান্ত মেনে নেয়। যদিও গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনে এসব কোনও কথাই জানাননি।
বাজে রেকর্ড গড়বেন রোহিত?
সেক্ষেত্রে রোহিত শর্মা ভারতের দ্বিতীয় অধিনায়ক হবেন, যিনি টেস্ট ম্যাচের দিন সকালে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াবেন। কারণ রোহিতের কোনও চোটও নেই, তিনি ফুল ফিট। একান্তই পারফরমেন্স খারাপ বলে তিনি সিডনিতে খেলতে চাইছেন না। এর আগেও ভারতের এক অধিনায়ক বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরে ম্যাচের আগে পদত্যাগ করেছিলেন।
আরও পড়ুন-দলে না থাকা থেকে সোজা অধিনায়ক! গিল নিয়ে একী বলে দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ
অতীতে ম্যাচের দিন পদত্যাগ করেন ভারত অধিনায়ক-
১৯৫৮-৫৯ সালে বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় রতিভাই প্যাটেল দলের প্রথম একাদশ নির্ধারণের ক্ষেত্রে চাপ তৈরি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তিনি জোর করে গুজরাটের ক্রিকেটার জাসু প্যাটেলকে খেলানোর দাবি করেছিলেন। কিন্তু সেই সময় ভারতীয় দলের অধিনায়ক পলি উমরিগার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং এরপর তিনি ম্যাচের দিন সকালে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন-পন্তের বেপরোয়া মনোভাবে বিরক্ত? গম্ভীরের কড়া বার্তা, 'দলের প্রয়োজন বুঝে খেলতে হবে...'
ধোনিও সরে দাড়িয়েছিলেন-
মহেন্দ্র সিং ধোনিও এক দশক আগে বর্ডার গাভাসকর সিরিজে খেলতে গিয়েই টেস্ট থেকে অসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় দল খারাপ খেলছিল, অস্ট্রেলিয়ায় পারফরমেন্স একদম ভালো ছিল না। তবে তিনি ম্যাচের দিন বা আগের দিন সরে দাঁড়াননি। বরং বিরাটকে আগে ভাগে জানিয়েই সরে গেছিলেন অধিনায়কত্ব থেকে।
রোহিত স্পষ্ট করেননি খেলবেন কিনা-
রোহিত শর্মা অবশ্য এখনও স্পষ্ট করেননি তিনি খেলছেন কিনা সিডনিতে, ভারতীয় দলও করেনি। ফলে সরকারিভাবে এখনও রোহিতই ভারতের টেস্ট অধিনায়ক। বিসিসিআইও এখনও কোনও বিবৃতি দেয়নি রোহিতের সিডনিতে না থাকার বিষয়। সেক্ষেত্রে তিনি যদি সিডনিতে না খেলেন এবং পরে টেস্ট থেকে অবসর নেন, সেক্ষেত্রে তিনিই ভারতের দ্বিতীয় মুম্বইকর অধিনায়ক হবেন, যিনি ম্যাচের দিন সকালে অধিনায়কত্ব ছাড়ার দৃষ্টান্ত তৈরি করবেন।