শনিবারই কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক আসনে নিজেকে বসিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি ওডিআই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার সাত মাসের মধ্যেই টি২০ বিশ্বকাপে দেশকে সেরার শিরোপা এনে দিয়েছেন হিটম্যান। ভারতের হয়ে এবারের টি২০ বিশ্বকাপে দলের সেরা পারফর্মার ছিলেন ব্যাট হাতে। অধিনায়ক হিসেবে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েই দলকে জয়ের দোরগোড়ায় এনে দেন। শেষ ওভারে সূর্যকুমার যাদবের ম্যাচ নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট হলেও ঠিক সময়ই রোহিত বোলিংয়ে ফিরিয়ে আনেন বুমরাহকে, আর তাতেই চাপ বাড়তে থাকে প্রোটিয়াজদের ওপর। বিশ্বকাপ জয়ের পর দুদিন কেটে গেলেও এখনও বিষয়টা বিশ্বাসই করতে পারছেন না হিটম্যান।
আরও পড়ুন-লিগের উদ্বোধনে নেই মোহনবাগানের পতাকা,রেগে ফায়ার বাগান সচিব! সাফাই দিয়ে দায় ঝাড়ল আইএফএ
বিশ্বকাপ জয়ের পর টি২০ বিশ্বকাপের ট্রফি হাতে ফটোশ্যুটে বেড়িয়েছিলেন হিটম্যান, সেই ছবি পোস্ট করে বিসিসিআই। সেখানেই রোহিত শর্মা বলছেন, ‘ এর আনন্দ বিশাল। ম্যাচের পর থেকে এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছি। বিষয়টা হয়েছে, কিন্তু এখনও মনে হচ্ছে যেন হয়নি। দলগতি সংহতিতে জয় এসেছে, এখন আলাদা একটা শান্তি উপভোগ করছি এত কষ্ট করে জেতার পর। হার্ড ওয়ার্ক করেছি, তারই ফল পেয়েছি। কাল আমার ঘুম হয়নি, কিন্তু তাতে এক ফোটাও কষ্ট নেই। আমি বাড়ি গিয়েও ঘুমোতে পারব। আমি প্রত্যেকটা মূহূর্তে উপভোগ করতে চাই, কোনও মূহূর্ত বাদ দিতে চাই না। সবকটা মূহূর্তে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাই।’
আরও পড়ুন-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মোহনবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর
ভারতের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক বিশ্বকাপ জয়ের পর বার্বাদোসের পিচ থেকে মাটি তুলে নিয়ে মুখে দিয়েছিলেন। করেছিলেন প্রণামও। তাঁরই কারণ জানিয়ে হিটম্যান আরও বলছেন, ‘এই স্টেডিয়ামের এই মাঠেই আমাদের স্বপ্নপূরণ হয়েছে। আমরা যখন এই পিচে খেলতে নেমেছিলাম, অনেক লড়াই করেছি বিশ্বকাপ জেতার জন্য। এই মাঠ এই পিচকে আমি সারাজীবন ভুলতে পারব না, তাই চেয়েছিলাম এই পিচে কিছু একটা করত। এটা আগে থেকে ভাবা ছিল না। ওটা হঠাৎ করেই হয়েছে, তাই এটা বলে বোঝাতে পারব না ঠিক কিভাবে বিষয়টা হয়ে গেছে। আমি সময়টা উপভোগ করছিলাম। এখানে আমার এবং দলের এত বড় সাফল্য আসে স্বপ্নপূরণ হয় আর এই মূহূর্তটাও স্পেশাল ছিল। এই পিচের কিছুটা অংশ আমার কাছে রাখব বলেই মাটি খাই ’ ।
আরও পড়ুন-জল্পনার অবসান! মোহনবাগান নয়, মুম্বইতেই আরও তিন বছর থাকছেন ছাংতে...
প্রসঙ্গত দলকে টি২০ বিশ্বকাপ জেতানোর পরই টি২০ ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।