৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের মতো একা এই মেগা ইভেন্ট আয়োজন করতে চলেছে ভারত। স্বাভাবিক ভাবেই এটা ভারতের কাছে বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে। পাশাপাশি টিম ইন্ডিয়ার সামনেও আইসিসি-র শিরোপা না পাওয়ার খরা কাটানোর বড় লক্ষ্য থাকবে।
টিম ইন্ডিয়া যখন শেষ বার ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল, তখন তারা শিরোপা জিতেছিল। এখন তৃতীয় বারের মতো এই ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে দলের সামনে। এই মেগা ইভেন্টের আগে কপিল দেব, ১৯৮৩ সালে যাঁর অধিনায়কত্বে প্রথম বার ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন, তিনি বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: জাতীয় দলের হয়ে প্রথম সফর, উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না রিঙ্কু, দিলেন বিশেষ বার্তা
প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে, রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক, তবে মাঠে খেলার সময় তাঁকে আরও আগ্রাসী হতে হবে। এই প্রসঙ্গে ইংল্যান্ডের ব্যাজবল কৌশল নিয়েও তিনি তাঁর মতামত দিয়েছেন।
কপিল দেব বলেছেন, ‘ব্যাজবল চমৎকার। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা সিরিজগুলির মধ্যে একটি। আমি মনে করি, ক্রিকেটটা এই ভাবেই খেলা উচিত। রোহিত ভালো। তবে ওকে আরও আক্রমণাত্মক হতে হবে। ইংল্যান্ডের মতো দল এখন কী ভাবে খেলবে, সেটা ভাবতে হবে। এবং এটা শুধু টিম ইন্ডিয়ার ক্ষেত্রেই নয়, সব ক্রিকেট খেলিয়ে দেশকেই এই ভাবে ভাবতে হবে। সব দলের কাছেই, ম্যাচে জয় পাওয়াটাই অগ্রাধিকার হওয়া উচিত (ড্রয়ের জন্য খেলা নয়)।’
ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়া ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। বিশ্বকাপে ভারতের কতটা সুযোগ রয়েছে? ‘ওদের আগে সেরা চারে (সেমিফাইনাল) উঠতে হবে। এর পরে, যে কোনও কিছুই সম্ভব। সেমিফাইনাল পর্যায় থেকে আপনার ভাগ্যও সহায় হতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শীর্ষ চারে পৌঁছানো।’
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘কিন্তু চোট ভারতের প্রস্তুতি ব্যাহত করছে। চোট যে কোনও খেলোয়াড় জীবনের অংশ। তবে আমি মনে করি, ওরা (ভারতীয় দল) খুব বেশি ক্রিকেট খেলছে। এবার ওদের দল এবং খেলোয়াড়দের কতটা ক্রিকেট খেলানো ঠিক, সেটা নিয়ে ভাবতে হবে। ফিক্সচার কমিটির গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা উচিত।’