ঋষভ পন্তের বিতর্কিত ডিআরএস আউট নিয়ে চটে গেলেন রোহিত শর্মা। কিছু বলব না, বলব না করেও সরাসরি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, 'ওই আউটের বিষয়ে...সত্যি কথা বলতে আমি জানি (যে কী হল)। আমরা যদি কিছু বলি, সেটা ভালোভাবে নেওয়া হবে না। কিন্তু কোনও চূড়ান্ত প্রমাণ না থাকলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বজায় রাখতে হয়। এটাই আমায় বলা হয়েছে। তো আমি জানি না যে কীভাবে ওই সিদ্ধান্তটা পালটে দেওয়া হল। কারণ অনফিল্ড আম্পায়ার তো ওকে আউট দেননি।'
'প্রতিটা দলের জন্য একই নিয়ম রাখুন'
বিষয়টি নিয়ে অবশ্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে কিছু জানানো হয়নি। কিন্তু কেন পন্তের ডিআরএস নিয়ে প্রশ্ন তুলছেন, তা ব্যাখ্যা করেছেন রোহিত। ওয়াংখেড়ে টেস্টের শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘ব্যাটটা স্পষ্টতই প্যাডের কাছে আছে। কিন্তু হ্যাঁ, আবারও বলতে চাই, আমি জানি না যে এই বিষয়টি নিয়ে আমার কথা বলা উচিত কিনা। এটা আম্পয়ারদের ভেবেচিন্তে দেখা উচিত। প্রতিটা দলের জন্য একই নিয়ম রাখুন। (বারবার শুধু) চিন্তাভাবনা পালটাবেন না। ’
রোহিত জানান, পন্তকে যে সময় আউট দেওয়া হল, সেটা ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। সেইসময় পন্তকে খুব ভালো ছন্দে লাগছিল। মনে হচ্ছিল যে ম্যাচটা ভারতকে জিতিয়ে দেবেন। কিন্তু ওরকম দুর্ভাগ্যজনকভাবে আউট দেওয়া হল পন্তকে। আর তারপর ভারতীয় দল অল-আউট হয়ে যায় বলে আক্ষেপ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক।
কীভাবে পন্তকে আউট দেওয়া হয়?
আর পন্ত তো নিজে নিশ্চিত ছিলেন যে তিনি আউট হননি। তাঁর ব্যাটেই বল লাগেনি। আজাজ প্যাটেলের একটি বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ডিফেন্স করতে যান। বলটা জমা পড়ে টম ব্লান্ডেলের হাতে। আবেদন করলেও আউট দেননি অনফিল্ড আম্পায়ার। আজাজ প্যাটেল নিশ্চিত ছিলেন যে প্যাডে লাগার আগে পন্তের ব্যাটে বলটা লেগেছে। শেষপর্যন্ত ছয় সেকেন্ড বাকি থাকতে ডিআরএস নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
ডিআরএসে দেখা যায় যে বলটা যখন পন্তের ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে, তখন একটা আওয়াজ হচ্ছে। আর ‘স্পাইক’ দেখা যাচ্ছে। আর যখন সেই ‘স্পাইক’ হয়, তখন ব্যাট এবং প্যাডেরও সংযোগ হয়েছে বলে মনে হচ্ছিল। ‘স্পাইক’ দেখেই অনফিল্ড আম্পায়ারকে পন্ত বলতে থাকেন যে ব্যাটটা তাঁর প্যাডে লেগেছে। বলে লাগেনি। কিন্তু সেখানে অনফিল্ড আম্পায়ারের কিছু করার ছিল না। কিছুক্ষণ দেখার পরে তৃতীয় আম্পায়ার আউট দেন। আর তাতে হতবাক হয়ে যান পন্ত। যিনি সেইসময় ৫৭ বলে ৬৪ রানে খেলছিলেন। আর জয়ের জন্য ভারতের আর ৪১ দরকার ছিল। হাতে ছিল তিন উইকেট।
হটস্পট কোথায়? প্রশ্ন এবিডির
সেই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক হয়ে গেলেও আসতে-আসতে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় পন্তকে। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি'ভিলিয়ার্স বলেন, ‘পন্তের ব্যাটে কি বলটা লেগেছিল? সমস্যাটা হল যে যখন বলটা ব্যাটের পাশ দিয়ে যায়, ঠিক সেইসময়ই যদি ব্যাটারের প্যাডে (ব্যাট) লাগে, তাহলে স্নিকোয় সেই আওয়াজটাও ধরা পড়ে। কিন্তু আমরা কতটা নিশ্চিত যে ওর ব্যাটে বল লেগেছে? এটা নিয়ে আমি বরাবর উদ্বেগে থাকি। আর এটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের বড় মুহূর্তে হয়েছে। হটস্পট কোথায় গেল?’