ব্যক্তিগত মাইলস্টোনের থেকে ট্রফি জয়ের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে ট্রোলের মুখে পড়লেন রোহিত শর্মা। একটি রেডিয়ো স্টেশনের ইউটিউব চ্যানেলে রোহিত জানান, ভারতের অধিনায়ক হয়ে প্রত্যেক খেলোয়াড়কে একটাই বার্তা দিয়েছিলেন - ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলগত সাফল্যের জন্য খেলতে হবে। আর তা নিয়েই রোহিতকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। যিনি আইপিএলের শেষ কয়েকটি ম্যাচে একেবারেই ছন্দে নেই। সেই রেশ ধরে নেটিজেনদের একাংশের বক্তব্য, রোহিত নাকি আদতে বলতে চেয়েছেন যে তাঁর থেকে যেন ভালো পারফরম্যান্স আশা না করা হয়। কেউ-কেউ আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, রোহিত যে ট্রফির কথা বলছেন, সেটা কোথায়? রোহিত অধিনায়ক হওয়ার পরে তো ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। যদিও কেউ-কেউ আবার রোহিতের পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, রোহিত ঠিকই বলেছেন। আর তিনি সেটা নিজেই করে দেখিয়েছেন। ৫০ ওভারের বিশ্বকাপেও ঠিক সেই কাজটাই করেছিলেন।
রোহিত ঠিক কী বলেছেন?
দুবাই আই ১০৩.৮ ইউটিউব চ্যানেলে রোহিত বলেন, 'আমি যখন ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দায়িত্বভার গ্রহণ করি, তখন আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম। সেটা হল যে সবাই একটা দিকেই এগিয়ে যাবে এবং সেভাবেই টিম স্পোর্টস খেলা উচিত। ব্যক্তিগত মাইলস্টোন, ব্যক্তিগত পরিসংখ্যান বা ব্যক্তিগত লক্ষ্যটা গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হল যে আমরা ১১ জন মিলে কী করতে পারি। আসল বিষয়টা হল যে ট্রফি জিততে হবে।'
নেটিজেনদের প্রতিক্রিয়া
রোহিতের সেই মন্তব্য নিয়ে নেটিজেনদের একাংশ খোঁচা দিতে ছাড়েননি। এক নেটিজেন বলেন, 'উনি ঘুরিয়ে বলছেন যে ওঁর থেকে পারফরম্যান্স আশা করবেন না। উনি চান যে দলের হয়ে বাকিরা খেলুক।' অপর একজন বলেন, 'সোজা ভাষায় উনি বলছেন যে ক্যাপ্টেন্সি ছাড়া আমার থেকে কিছু আশা করবেন না।' একজন আবার বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে উনি একজন খেলোয়াড়কে সেই বিষয়টা বোঝাতে পারেননি।’
অপর এক নেটিজেন বলেন, ‘(রোহিত অধিনায়ক হওয়ার পরে) তিনটি আইসিসি ট্রফি হেরে গিয়েছে ভারত।’ একজন আবার রোহিতের আমলে ভারত কোন কোন ট্রফি হেরে গিয়েছে, সেই তালিকা তুলে ধরেন। তিনি জানান, রোহিতের অধিনায়কত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছে ভারত।
অনেকে সমর্থনও করেছেন রোহিতকে
কেউ-কেউ রোহিতের সমালোচনা করলেও ভারতীয় ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেছেন, ‘উনি আমাদের চিরকালের ক্যাপ্টেন।’ অপর একজন বলেন, ‘তারপরও কেউ-কেউ ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলে থাকেন। রোহিতের জন্য খারাপ লাগে।’ এক নেটিজেন আবার বলেন, ‘এবার আমাদের ১১ জন খেলোয়াড় পুরো বিশ্বে ঝড় তুলবে। এই বিশ্বকাপটা আমাদের হবে।’