ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব জায়গা পাননি। দলে নেই ওয়ান ডে ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা সচিন-সৌরভের ওপেনিং জুটি ভেঙে দেওয়া হয়েছে। জসপ্রীত বুমরাহর মতো আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসারও সুযোগ পাননি। টিম ইন্ডিয়ার নব নিযুক্ত হেড কোচ গৌতম গম্ভীর সর্বকালের সেরা ভারতীয় একাদশ বেছে নিতে বসে, এমনই সব চমকে দেওয়া কাণ্ড ঘটিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, সচরাচর যিনি নিজের পছন্দের সেরা একাদশ বেছে নেন, নিজেকে সেই দলে রাখতে চান না। তবে গম্ভীর এক্ষেত্রে সেই পথে হাঁটেননি। তিনি নিজেকে নিজের বেছে নেওয়া সর্বকালের সেরা দলের ওপেনার নির্বাচিত করেছেন। ওপেনে নিজের সঙ্গী হিসেবে গম্ভীর বেছে নেন বীরেন্দ্র সেহওয়াগকে।
সচিন-সৌরভের ওপেনিং জুটি ভাঙলেও গম্ভীর সচিনকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা করে দিয়েছেন। সৌরভের জায়গা হয়নি সেরা একাদশে। তিন নম্বরে নাম রয়েছে টিম ইন্ডিয়া সদ্য প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের।
রোহিত জায়গা না পেলেও বিরাট কোহলি অবশ্য গম্ভীরের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন। তবে তাঁকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে। ছয় নম্বরে রয়েছেন ভারতের ২টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া তারকা অল-রাউন্ডার যুবরাজ সিং।
উইকেটকিপার-ব্যাটার হিসেবে ধোনিকে সাত নম্বরে রেখেছেন গম্ভীর। দুই স্পিনার হিসেবে গৌতম বেছে নেন অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিনকে। জায়গা হয়নি হরভজন সিংয়ের। দুই বিশেষজ্ঞ পেসারের মধ্যে আবার ইরফান পাঠান রয়েছেন, যাঁর ব্যাটের হাত মন্দ নয়। শেষে রয়েছেন জাহির খান। উল্লেখ্য, ক'দিন আগে গম্ভীরের ছেড়ে যাওয়া লখনউ মেন্টরের জুতোয় পা গলিয়েছেন জাহির।
গৌতম গম্ভীরের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে একাদশ
বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান ও জাহির খান।