নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় দলের নজর বর্ডার-গাভাসকর ট্রফিতে ঘুরে দাঁড়ানো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রথম টেস্টে খেলতে দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে? ২২ নভেম্বর শুরু হবে প্রথম ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। প্রথমে শোনা যাচ্ছিল হয়তো পার্থে প্রথম টেস্টে খেলবেন না তিনি। তবে নতুন একটি রিপোর্ট সামনে এসেছে। স্পোর্টস তাকের খবর অনুযায়ী, ১০ নভেম্বর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হবেন রোহিত। ভারতীয় শিবির দু’দফায় অস্ট্রেলিয়ায় যাবে। প্রথম ব্যাচ রওনা হবে ১০ নভেম্বর এবং বাকিরা রওনা দেবেন ১১ নভেম্বর। একটি বিমানে একবারে গোটা দলের জায়গা না পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে BCCI-র তরফে।
রোহিত প্রথম টেস্টে অংশ নেবেন কিনা সেটা যদিও স্পষ্ট করে বলা হয়নি। আগের রিপোর্টে দাবি করা হয়েছিল, রোহিত সম্ভবত দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। সম্ভাবনা রয়েছে পার্থে যেই সময় প্রথম টেস্ট চলবে, সেই সময়ই তাঁর স্ত্রী রিতিকা সন্তানের জন্ম দিতে পারেন। এই কারণেই বলা হয়েছিল রোহিতকে প্রথম টেস্টে না পাওয়ার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং ফাইনাল টেস্ট ম্যাচের পর তিনি সেরকমই কিছু ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি এখনই বলতে পারছি না পার্থে প্রথম টেস্ট আমি খেলব কিনা, তবে আশা রাখছি।’
ভারতের WTC-র আশা-
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। WTC-র পয়েন্ট টেবিলে ১ নম্বর স্থান থেকে ২ নম্বরে নেমে গেছে তারা। বর্তমানে তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৩৩। পয়লা নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬২.৫০। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাও। এরকম পরিস্থিতিতে ভারতকে ৪-০ অথবা ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে হবে, তবে তারা নিশ্চিত ভাবে ফাইনালে পৌঁছতে পারবে। ৩-০-তে সিরিজ জিতলেও ভারত ফাইনালে পৌঁছতে পারবে, সেই ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্টের দিকে।
যদি ভারত সিরিজ ৩-১, ৩-০ বা ৪-১ ব্যবধানে জেতে তাহলে ফাইনালে পৌঁছে যেতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের সঙ্গে অন্তত একটি ম্যাচ ড্র করতেই হবে। যদি ভারত ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে টেস্টে হারায় সেক্ষেত্রে ইংল্যান্ডকে নিউজিল্যান্ডকে একটি টেস্টে হারাতেই হবে, তবেই WTC-র ফাইনালে পৌঁছতে পারবে রোহিতরা। এবার যদি ভারত ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতে, তাহলে অঙ্কটা আরও জটিল হবে। সেক্ষত্রে নিউজিল্যান্ডকে শুধুমাত্র একটি টেস্ট হারলেই হবে না, শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্টে শ্রীলঙ্কাকে জিততে হবে, তবেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে জায়গা করে নিতে পারবে।