একদিন আগেই মুম্বইয়ের রিলায়েন্স অ্যাকাডেমির গ্রাউন্ডে অনুশীলন করতে দেখা গেছিল রোহিত শর্মাকে। বর্ডার গাভাসকর সিরিজের প্রথম টেস্টে তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না, তবু পরের টেস্ট থেকেই যাতে তিনি ছন্দে ফিরতে পারেন সেই জন্য নিজেকে অনুশীলনের মধ্যেই রাখছেন হিটম্যান। এবার মুম্বইতে তাঁর শারীরিক কসরতের ছবিই ভাইরাল হল যা দেখে বোঝাই যাচ্ছে হিটম্যান মাঠের নামার জন্য মরিয়া।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ হয়। সেখানে প্রথম ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মার না থাকা ভারতের কাছে খুব একটা ভালো ইঙ্গিত যে নয়, সেটা বলাই বাহুল্য। আর অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে গিয়ে প্রায় জেতা টেস্ট সিরিজই ড্র করে ফিরেছিলেন বুমরাহ। অর্থাৎ ২-১ সিরিজে এগিয়ে থাকার পর পঞ্চম টেস্টে ভারত হেরে যায় বুমরাহর ক্যাপটেন্সিতে।
রোহিত শর্মার এক ফ্যানস ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি ভারত অধিনায়কের একটি ফিটনেশ ট্রেনিংয়ের ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োতে দেখতে পাওয়া যাচ্ছে রোহিত শর্মা জিমে ট্রেনিং করছেন। ট্রেডমিলে দৌড়াচ্ছেন। অনেকক্ষণ ধরেই তিনি জিমে শারীরিক কসরৎ করেছেন বলে সূত্রের খবর। আসলে অস্ট্রেলিয়ায় এখন গরম, তাই গরমে ক্রিকেট খেলতে গেলে ভারত থেকে গিয়ে, একটু অসুবিধা হতে পারে। তাই ফিটনেস অনুশীলন।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
গত কয়েকদিন ধরেই রিলায়েন্স কর্পোরেট পার্ক এবং মুম্বই ক্রিকেট সংস্থার পরিকাঠামো ব্যবহার করছেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁকে এই টিম ইন্ডিয়ার কতটা প্রয়োজন সেটা তিনি জানেন। আর এও জানেন, যে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর নিজেরও ব্যাটিং পারফরমেন্স তেমন নয়। এমনিতেই কিউয়ি সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সিপ ফাইনাল কার্যত হাতের বাইরে। অনেক কাঠখড় পুড়িয়ে সম্ভব ফাইনালে ওঠা।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
এরই মধ্যে রোহিত তাই চাইছেন নিজেকে ফিট রাখতে এবং দলের সিনিয়র ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে যেরকম পারফরমেন্স করা উচিত, সেটাই করতে। এখনও পর্যন্ত তাঁর স্ত্রী রিতিকার দ্বিতীয় সন্তান হওয়ার তারিখ প্রকাশ পায়নি, ফলে রোহিত ঠিক কবে ভারত ছাড়বেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সেটাও এখন ধোঁয়াশার মধ্যেই রয়েছে।