ফাইনালে আটকে গেলেও ঘরের মাঠে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে যে ফমুর্লা আঁকড়ে ধরেছিল ভারত, তাকে সফল বলা যায়। এবার সেই একই ফর্মুলায় মিনি বিশ্বকাপে বাজিমাত করতে চাইছে টিম ইন্ডিয়া। তবে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আরও একবার ঝালিয়ে নিতে চাইছে চেনা গেমপ্ল্যান।
গত ওয়ান ডে বিশ্বকাপে ওপেনে রোহিত শর্মা অত্যন্ত আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট উপহার দেন। গিলকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১২৫.৯৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন হিটম্যান। তিনি ১টি শতরান ও ৩টি অর্ধশতরান-সহ টুর্নামেন্টে সাকুল্যে ৫৯৭ রান সংগ্রহ করেন।
অন্যদিকে বিরাট কোহলি বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করতে নেমে অভাবনীয় ধারাবাহিকতা দেখান। তিনি ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান-সহ ৭৬৫ রান সংগ্রহ করেন। সঙ্গত কারণেই মিনি বিশ্বকাপের আগে রোহিত-কোহলি জুটির দিকে তাকিয়ে ভারতীয় সমর্থকরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহার্সাল সেরে রাখতে চাইছে ভারতীয় দল। নাগপুরে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের আগে রোহিত-কোহলিকে বাড়তি তৎপর দেখায় টিম ইন্ডিয়ার নেটে। রোহিতের সঙ্গে গিলের ওপেন করতে নামার কথা নাগপুরে। তবে ভারতের নেটে শুরুতেই পেস বোলারদের মোকাবিলা করেন রোহিত-কোহলি জুটি।
শুধু নেটেই ব্যাটিং অনুশীলনে ক্ষান্ত হননি রো-কো জুটি। বরং সেন্টার পিচে বেশ কিছুক্ষণ গা ঘামিয়ে নেন দুই সিনিয়র তারকা। রোহিতকে রিভার্স শটেরও অনুশীলন করতে দেখা যায়। কোহলি তুলে মারার অভ্যাস করেন আলাদাভাবে। বিসিসিআইয়ের তরফে রোহিত ও কোহলির প্র্যাক্টিস সেশনের ভিডিয়ো পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। দুই সিনিয়রের তাগিদের দিকে তাকালে আশাবাদী হওয়াই যায়।
উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত ও কোহলি দু'জনেই এই মুহূর্তে পরিচিত ছন্দে নেই। টি-২০ বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা সফরে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে রোহিত শর্মা ২টি হাফ-সেঞ্চুরি করেন, তবে বিরাট কোহলি বড় রান করতে পারেননি। ভারতীয় দলের সেটিই ছিল শেষ ওয়ান ডে সিরিজ।
পরে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটানা টেস্ট সিরিজে মাঠে নামে ভারত। তবে রোহিত-কোহলির সাম্প্রতিক টেস্ট ফর্ম মোটেও ভালো নয়। রঞ্জিতে ফিরেও রোহিত-কোহলি বড় রানের মুখ দেখেননি। সুতরাং, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজকে হাতিয়ার করতে চাইছেন রোহিতরা।