জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য দল ঘোষণা করল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রত্যাশা মতো ১৭ সদস্যের স্কোয়াডে নাম রয়েছে রোহিত শর্মার। এছাড়াও দলে রয়েছে যশস্বী জসওয়ালের নাম। তবে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানেই। আগেই রোহিত শর্মা জানিয়েছিলেন যে তিনি এবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার সময় তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি খেলব। আপনি যদি আমাদের ক্যালেন্ডার দেখেন, এমন একটি সময় হয়নি যেখানে আমরা ৪৫ দিন ঘরে বসে ছিলাম। সারা বছরই ক্রিকেট চলছে। আপনি একমাত্র আইপিএল শেষ হলে তখন কিছুটা সময় পাবেন, যদি না কোনও প্রতিযোগিতা থাকে।’
রঞ্জিতে রোহিত শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ওয়াংখেড়েতে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪০ বলে ১১৩ রান করেছিলেন। প্রায় ১০ বছর পর ব্যাট হাতে রঞ্জিতে দেখা যাবে তাঁকে। বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ার পর বেশ ক্ষুব্ধ হয় বোর্ড। বিশেষ করে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স দেখে। এরপরেই হারের পর্যালোচনা করতে বৈঠক করা হয়। সেখানে জানিয়ে দেওয়া হয় এবার থেকে সব খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মতো রোহিত বাদে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচগুলিতে খেলতে দেখা যাবে যশস্বী জসওয়াল, ঋষভ পন্ত সহ বহু ক্রিকেটারকে। মুম্বইয়ের দলে তারকা ক্রিকেটারদের মধ্যে নাম রয়েছে শ্রেয়স আইয়ার, শিবম দুবে, শার্দুল ঠাকুরের।
তবে তালিকায় নাম নেই সরফরাজ খানের। তাঁর নাম না দেখা যাওয়ায় বেশ অবাক হয়েছেন অনেকে। অবশ্য জানা যাচ্ছে তাঁর চোট রয়েছে, সেই কারণে দলে নাম নেই সরফরাজের। অন্যদিকে এবারও ব্রাত্য পৃথ্বী শ। মুম্বই চলতি রঞ্জি ট্রফির মরশুমে পাঁচটি ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটিতে জয় পেয়েছে তারা। বাকি দুটি ম্যাচের একটিতে ড্র করেছে এবং একটিতে হেরেছে। বর্তমানে, তারা এলিট গ্রুপ এ-তে টেবিল-টপার বরোদা এবং দ্বিতীয় স্থানে থাকা জম্মু ও কাশ্মীরের পিছনে তৃতীয় নম্বরে রয়েছে। প্রসঙ্গত রাহানের অধীনে খেলবেন রোহিত। কিছুদিন আগে ভুল করে বলে ফেলেছিলেন যে পূজারা ও রাহানে রিটায়ার করে গিয়েছেন, দ্রুত যদিও ভুল শুধরে নেন। তারপরে তিনি বলেন যে ভালো খেললে যে কেউ দলে ফিরতে পারে। এখন লাল বলের দলে রোহিতের জায়গাই টলমল। সেখানে মুম্বইয়ের হয়ে ফিরছেন তিনি। হিটম্যানের ওপর চাপ যে পাহা়ড়প্রমাণ, সেটা বলাই বাহুল্য।
মুম্বইয়ের দল: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, আয়ুষ মাহাত্রে, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড, শিবম দুবে, হার্দিক তামোর (উইকেটরক্ষক), আকাশ আনন্দ (উইকেটরক্ষক), তনুষ কোটিয়ান, শামস মুলানি, হিমাংশু সিং, শার্দুল ঠাকুর, মোহিত অবস্থি, সিলভেস্টার ডি'সুজা, রয়স্টন ডায়াস, কর্শ কোঠারি।