শুভব্রত মুখার্জি: ৫ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার চলতি এশিয়া কাপের মাঝেই, বিসিসিআইয়ের তরফে আসন্ন ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। অজিত আগরকারের মুখে ভারতীয় বিশ্বকাপ দলে নিজের নামটা ঘোষণা হওয়ার পরপরেই এক অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা! ভাবখানা এমন দেখানোর চেষ্টা করেছিলেন যেন, তিনি যে দলে নির্বাচিত হলেন তা তাঁর কাছে খুব বিস্ময়ের!
বিশ্বকাপের দল ঘোষণার সময়ে অজিত আগরকরের পাশেই ছিলেন রোহিত। তাঁর নাম ঘোষণার সময়েই তাঁর মুখে দেখা যায় চওড়া হাসি। তাঁর ডানহাতটি মুষ্টিবদ্ধ করে তাঁকে স্মিত হাসতে দেখা যায়। তিনি যে দলে নির্বাচিত হয়ে কতটা খুশি তা বোঝানোর চেষ্টা করেছেন অধিনায়ক। ভাবখানা এমন দেখানোর চেষ্টা করেছেন যেন, ‘আমি দলে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সফল হতে পেরেছি।’
রোহিতের এই প্রতিক্রিয়ার ফলে সাংবাদিক সম্মেলন কক্ষে বেশ একটা হাসির পরিবেশ তৈরি হয়। তবে আগরকারের দৃষ্টি কিন্তু সেদিকে ছিল না। তিনি লিস্ট ধরে বাকি ১৫ সদস্যের নাম বলে যাচ্ছিলেন তখনও। আর তাঁর পাশে বসেই ভারত অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপ দলে তাঁর নির্বাচনকে উদযাপন করছিলেন অদ্ভুত ভঙ্গিমায়।
আরও পড়ুন: বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে কেন কোনও রিজার্ভ প্লেয়ারের নাম ঘোষণা করেনি টিম ইন্ডিয়া?
ভারত অধিনায়ক রোহিত শর্মা এর আগেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন আইসিসি ইভেন্টে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও দলনায়ক ছিলেন তিনি।সেবার ভারতীয় দল সেমিফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে গিয়েছিল টু্র্নামেন্ট থেকে। ক্রিকেটার রোহিতের আবার এটি তৃতীয় ওডিআই বিশ্বকাপ। ২০১৯ সালের শেষ বিশ্বকাপে তিনি পাঁচটি শতরান করে নজিরও গড়েছিলেন। প্রসঙ্গত অক্টোবর মাসেই ভারতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ। এই প্রথম বার ভারত এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে। নিজেদের দেশের মাটিতে ভারতীয় দল তৃতীয় বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া হয়ে থাকবে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল। সেই খরা কাটাতেও মুখিয়ে থাকবে রোহিত বাহিনী। মোটামুটি ভাবে এশিয়া কাপের দলকেই রাখা হয়েছে বিশ্বকাপের দল হিসেবে। এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে প্রসিধ কৃষ্ণ এবং তিলক বর্মার জায়গা হয়নি ১৫ সদস্যের ওডিআই বিশ্বকাপের দলে। রিজার্ভ প্লেয়ার সঞ্জু স্যামসনও বাদ পড়ছেন।