আইপিএল ২০২৪-এর প্লে-অফের দৌড় থেকে বহু আগেই ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে সুযোগ ছিল ঘরের মাঠে শেষ ম্যাচ জিতে মাথা উঁচু করে মরশুম শেষ করার। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মুম্বই। নিজেদের ডেরায় তারা শেষ লিগ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে যায়। ফলে লাস্টবয় হিসেবেই মরশুম শেষ করেন হার্দিক পান্ডিয়ারা।
ওয়াংখেড়েতে টস জিতে লখনউকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়া। লখনউ প্রথম ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে। তবে তারা শেষ ১০ ওভারে আরও ৩ উইকেট হারিয়ে দলের ইনিংসে যোগ করে ১৪৫ রান। সৌজন্যে নিকোলাস পুরানের ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি।
লখনউ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিমে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। নিকোলাস পুরান ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ২৯ বলে ৭৫ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন। মারেন ৫টি চার ও ৮টি ছক্কা।
অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। এছাড়া ২২ বলে ২৮ রান করেন মার্কাস স্টইনিস। তিনি ৫টি চার মারেন। ৯ বলে ১১ রান করেন দীপক হুডা। তিনি ১টি চার মারেন। ১০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আয়ুষ বাদোনি। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ৭ বলে ১২ রান করে নট-আউট থাকেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি দেবদূত পাডিক্কাল ও আর্শাদ খান।
আরও পড়ুন:- IPL-এর এক মরশুমে সব থেকে বেশি ২০০+ ইনিংস, ভেঙে গেল আগের সব রেকর্ড
মুম্বইয়ের হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন পীযূষ চাওলা। ৪ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন নুয়ান তুষারা। অর্জুন তেন্ডুলকর ২.২ ওভারে ২২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। হার্দিক পান্ডিয়া ২ ওভারে ২৭ রান খরচ করেও উইকেটহীন থাকেন।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ৩.৫ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুললে বৃষ্টিতে সাময়িকভাবে থমকে থাকে ম্যাচ। যদিও কোনও ওভার কাটা যায়নি। মুম্বই শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে আটকে যায়। ১৮ রানে ম্যাচ জেতে লখনউ সুপার জায়ান্টস।
দল হারায় ব্যর্থ হয় ব্যাট হাতে রোহিত শর্মা ও নমন ধীরের লড়াই। রোহিত ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩৮ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন। মারেন ১০টি চার ও ৩টি ছক্কা। নমন ধীর ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন।
লখনউয়ের হয়ে ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও নবীন উল হক। ক্রুণাল পান্ডিয়া ও মহসিন খান নেন ১টি করে উইকেট। ম্যাচের সেরা হন নিকোলাস পুরান। উল্লেখযোগ্য বিষয় হল, শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েও আইপিএল ২০২৪ থেকে বিদায় নিতে হয় লখনউকে।