প্রথম ইনিংসের ১৩তম ওভারের শুরুতেই আকাশ দীপ যখন শাদমানের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানান, ক্যাপ্টেন রোহিত শর্মা বিশেষ উৎসাহী ছিলেন না। বোলাররা বেশিরভাগ সময়েই উত্তেজনার বশে আবেদন জানিয়ে থাকেন। আকাশ দীপের আবেদনকে কিছুটা তেমনই মনে হয় ভারত অধিনায়কের।
তবে বোলারের সঙ্গে কিপার ঋষভ পন্তও আগ্রহী দেখে শেষমেশ রিভিউয়ের আবেদন জানান রোহিত। তবে তাঁর শরীরি ভাষায় স্পষ্ট ছিল যে, তিনি বিশেষ আশাবাদী ছিলেন না। বরং তাঁর মনে হয়েছিল বল লেগ স্টাম্প ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে।
তবে বল ট্র্যাকিংয়ে দেখা যায় ভিন্ন ছবি। দেখা যায় যে, আকাশ দীপের বল গিয়ে লাগছিল শাদমান ইসলামের লেগ স্টাম্পে। সুতরাং, আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত বদলাতে হয়। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশের ওপেনারকে।
জায়ান্ট স্ক্রিনে যখন বল ট্র্য়াকিংয়ের ভিডিয়ো দেখাচ্ছিল, তখন রোহিত শর্মার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। বল স্টাম্পে লাগছে দেখেই সবাই বুঝে যান যে সাফল্য মিলেছে সেই রিভিউয়ে। রোহিতকে কার্যত হতবাক দেখায় অনিচ্ছা সত্ত্বেও নেওয়া রিভিউয়ে সাফল্য মিলে যাওয়ায়।
বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের প্রথম সেশনে ভারতকে জোড়া সাফল্য এনে দেন বাংলার আকাশ দীপ। গ্রিনপার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের নবম ওভারে ম্যাচে প্রথমবার বল করতে আসেন আকাশ দীপ। তিনি নিজের প্রথম ওভারেই সাফল্য এনে দেন ভারতকে।
৮.৩ ওভারে আকাশ দীপের বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন জাকির হাসান। সামনে ঝুঁকে অনবদ্য ক্যাচ ধরেন যশস্বী। কার্যত মাটি থেকে বল তুলে নেন তিনি। আম্পায়ারকে বারবার রিপ্লে দেখে নিশ্চিত হতে হয় যশস্বী যথাযথ ক্যাচ ধরেছেন কিনা। ২৪ বল খেলেও খাতা খুলতে পারেননি জাকির। বাংলাদেশ দলগত ২৬ রানে প্রথম উইকেট হারায়।
পরে ইনিংসের ১২.১ ওভারে আকাশ দীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাদমান ইসলাম। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় টিম ইন্ডিয়া। ৩৬ বলে ২৪ রান করেন শাদমান। তিনি ৪টি চার মারেন। বাংলাদেশ দলগত ২৯ রানে ২ উইকেট হারায়।
বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ভারত এই ২টি মাত্র সাফল্য পায়। ভারতের হয়ে ২টি উইকেটই তুলে নেন আকাশ দীপ।