টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত শর্মা? এবার এই বিষয়ে মুখ খুললেন স্বয়ং হিটম্যান। একটি বিদেশি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এই বিষয়ে নিজের মতামত স্পষ্ট করে জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, আরও কয়েক বছর ক্রিকেট খেলা তিনি চালিয়ে যেতে চান এবং এই মুহূর্তে অবসর নেওয়ার ভাবনা তাঁর নেই। আন্তর্জাতিক ক্রিকেট এবং অধিনায়কত্ব নিয়েও নিজের মতামত জানিয়েছেন হিটম্যান। রোহিত আরও বলেছেন, কেন তিনি ডেল স্টেইনের ভিডিয়ো ১০০বার দেখেছেন।
আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দুবাই আই ১০৩.৮ নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রোহিত। ২১ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিয়োতে নানা বিষয়ে বিস্তারিত কথা বলেছেন হিটম্যান। তিন জন সঞ্চালক মিলে তাঁকে প্রশ্ন করছিলেন এবং তিনি অকপটে উত্তর দিয়েছেন সব প্রশ্নের। হিটম্যান তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে বলেছেন, ‘ভারতের জন্য আমার ১৭ বছরের যাত্রা দুর্দান্ত ছিল। আমি আশাবাদী, আরও কয়েক বছর খেলতে পারব। আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব। আমি আমার জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা জীবনের এই উত্থান-পতনের কারণেই সম্ভব হয়েছে।’ রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা। ২০০৭ সালে তাঁর অভিষেকের পর থেকে, বছরের পর বছর তিনি পারফরম্যান্সের হাত ধরে নিজেকে ভালো জায়গায় নিয়ে গিয়েছেন। লম্বা লম্বা ছক্কা মারা এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা তাঁকে অনন্য ব্যাটসম্যান করে তুলেছে।
আরও পড়ুন: আরও এক বছর থেকে যান টেস্টের কোচ হিসেবে, দ্রাবিড়কে অনুরোধ রোহিতদের- রিপোর্ট
অধিনায়কত্ব ব্যক্তিগত রেকর্ডের ঊর্ধ্বে
বিরাট কোহলির উত্তরসূরি হওয়া একটি চ্যালেঞ্জিং কাজ ছিল? এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেছেন, ‘ভারতের অধিনায়কত্ব করাটা আমার জন্য গর্বের এবং সম্মানের। আমি কখনও-ই ভাবিনি যে, আমি এই জায়গায় পৌঁছে একদিন দলের অধিনায়ক হব। আমি যখন দলের অধিনায়কত্ব গ্রহণ করি, তখন আমি কেবল একটি দিকেই এগিয়ে যেতে চেয়েছিলাম। আমি যখন দলের দায়িত্ব নিয়েছিলাম, তখন একটি লক্ষ্যেই এগিয়ে যেতে চেয়েছিলাম। দলগত পারফরম্যান্স দিয়েই সাফল্য পেতে চেয়েছিলাম। ব্যক্তিগত রেকর্ড এবং মাইলস্টোনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ১১ জন খেলোয়াড় একঙ্গে খেলে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা।’
আরও পড়ুন: চোটের জন্য IPL থেকে ছিটকে গেলেন রাবাডা, এতে PBKS-এর চেয়ে বেশি চাপে পড়ল প্রোটিয়ারা
ডেল স্টেইনের ভিডিয়ো ১০০ বার দেখেছেন
রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার পিচকে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং বলে বর্ণনা করেছেন। রোহিতের মতে, দক্ষিণ আফ্রিকার প্রতিটি গ্রাউন্ডে আলাদা আলাদা চ্যালেঞ্জ অপেক্ষা করে। দক্ষিণ আফ্রিকার গতিময় এবং বাউন্সি পিচ এখানে বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। রোহিত এই প্রসঙ্গে দাবি করেছেন, ‘ব্যাট করতে যাওয়ার আগে আমি ডেল স্টেইনের ভিডিয়ো ১০০ বার দেখেছি। ও একজন কিংবদন্তি এবং ও যা অর্জন করেছে, তা অসাধারণ। ওর বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং ছিল, ওর বিপক্ষে আমি যে দারুণ সাফল্য পেয়েছি, তা নয়। কিন্তু আমি আমার লড়াই উপভোগ করেছি।’