বাংলা নিউজ > ক্রিকেট > Rohit Sharma- ‘অনেক ক্রিকেটারকে দেখি অবসর নিয়ে আবার খেলতে আসে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের…

Rohit Sharma- ‘অনেক ক্রিকেটারকে দেখি অবসর নিয়ে আবার খেলতে আসে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের…

রোহিত শর্মা। ছবি- পিটিআই (PTI)

অবসর নিয়ে রোহিত শর্মা বলছেন, ‘এখনকার দিনে অবসর শব্দটাই মজায় পরিণত হয়েছে। বিশ্ব ক্রিকেটে এখন ক্রিকেটাররা অবসর ঘোষণার পর আবার খেলতে আসে,কিন্তু সেটা ভারতে হয় না। আমি অনেক দেশের ক্রিকেটারদেরই দেখি, অবসরের পর আবার ইউ টার্ন নিয়ে ফের খেলতে আসে। ফলে বোঝাও যায়না, যে আদৌ কোন ক্রিকেটার কখন অবসর নিচ্ছেন' ।

টি২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ঘোষণা করে দিয়েছিলেন এই ফরম্যাটে আর তিনি ক্রিকেট খেলবেন না আন্তর্জাতিক সার্কিটে। অর্থাৎ দেশের হয়ে জোড়া টি২০ বিশ্বকাপ ক্যাবিনেটে রেখেই এই ফরম্যাট থেকে বিদায় নেন হিটম্যান, যদিও আইপিএলের নিজের স্কিল দেখাবেন স্বমহিমাতেই। রোহিত শর্মার টি২০ ফরম্যাট থেকে অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও দুঃসংবাদ আসে ভারতীয় ক্রিকেটে।

আরও পড়ুন-Anwar Ali- আনোয়ার আলি মামলায় সব নির্দেশ প্রত্যাহার PSC-র! কোন ক্লাবে রইলেন তিনি! তৈরি হল ধোঁয়াশা…

টি২০ বিশ্বকাপ জয়ের আনন্দ কিছুটা ম্লান করে দেয় বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার সিদ্ধান্তও। তাঁরা টি২০ বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটের ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবার নিজের অবসরের সিদ্ধান্ত নিয়েই ফের একবার মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সিরিজ শুরুর আগেই তিনি খোঁচা দিলেন অন্য দেশের ক্রিকেটারদেরও।

 

বহুক্ষেত্রেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়, ক্রিকেটাররা একবার অবসর ঘোষণা করেও বারবার ফিরে আসেন সেই ফরম্যাটে। বিষয়টা অনেকটা ছেলে খেলার পর্যায় নামিয়ে আনেন, কিন্তু ক্রিকেট খেলাকে সম্মান করলে সত্যিকারের ক্রিকেটাররা সেই কাজটা কখনই করতে পারেননা। রোহিত শর্মার বক্তব্য অন্তত তেমনটাই। শাহিদ আফ্রিদিদের মতো বারবার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পদ্ধতি একেবারেই নাপসন্দ মুম্বইকর ব্যাটারের।

আরও পড়ুন-হকিতে নিজেরা ফাইনালে ওঠেননি, ভারত উঠেছে! অগত্যা চিনকে সমর্থন পাকিস্তানের! মুখে ঝামা ঘষে দিল ভারত…

অবসর নিয়ে অনেক ক্রিকেটারের বিরক্তিকর কার্যকলাপ দেখে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলছেন, ‘এখনকার দিনে অবসর শব্দটাই মজায় পরিণত হয়েছে। বিশ্ব ক্রিকেটে এখন ক্রিকেটাররা অবসর ঘোষণার পর আবার খেলতে আসে,কিন্তু সেটা ভারতে হয় না। আমি অনেক দেশের ক্রিকেটারদেরই দেখি, অবসরের নেওয়ার সিদ্ধান্তের পর আবার ইউ টার্ন নিয়ে ফের খেলতে আসে। ফলে বোঝাও যায়না, যে আদৌ কোন ক্রিকেটার কখন অবসর নিচ্ছেন। আমার সিদ্ধান্ত একদমই চূড়ান্ত আর আমি সেই বিষয় খুবই স্বচ্ছ। আন্তর্জাতিক টি২০ ফরম্যাটকে বিদায় জানানোর এটাই সেরা সময় ছিল ’।

আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!

১৫৯টি টি২০ ম্যাচে ভারতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন হিটম্যান। করেছেন ৪২৩১ রান। ভারতের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিকও তিনি। দেশের হয়ে করেছেন ৫টি শতরান এবং ৩২টি অর্ধশতরান। এর মধ্যে রয়েছে ২০০৭ টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়াও এবারের টি২০ বিশ্বকাপেও অজিদের দুর্মুষ করেছিলেন হিটম্যানই। পাশাপাশি এবারের বিশ ওভারের বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান স্কোরারও ছিলেন অধিনায়ক রোহিতই।

ক্রিকেট খবর

Latest News

বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.