মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল বিরাট কোহলিকে নিয়ে করা মার্কিন প্রেসিন্ডেন ডোনাল্ড ট্রাম্পের এক পুরনো ভিডিয়ো। সেই ভিডিয়োতে বিরাট কোহলির নাম নিচ্ছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ব্যাট হাতে বিরাটের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তিনি বেশ চাপের মধ্যেই যাচ্ছেন। কয়েকদিন পরই শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফি, সেখানেই কোহলির কার্যত অ্যাসিড টেস্ট হতে পারে।
মার্কিন রাষ্ট্রপতির মুখে বিরাটের কথা-
আগামী চার বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও তিনিই বসছে হোয়াইট হাউসের মসনদে। সমাজের বিভিন্ন স্তর থেকেই তিনি শুভেচ্ছা পাচ্ছেন। এবার মজার ছলেই বিরাট কোহলিকে নিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভিডিয়ো শেয়ার করল আরসিবি।
বিরাটদের টি২০ বিশ্বকাপ জয়-
বিরাট কোহলি স্রেফ ভারতের নয়, বিশ্বক্রিকেটে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার। সেটা ব্য়াটিং হোক বা ফিল্ডিং। এদিকে কয়েক মাস আগেই জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছিল টি২০ বিশ্বকাপের আসর। সেখানেও বিরাট কোহলি খেলতে গেছিলেন। পরবর্তী সময় ভারতীয় দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হয় ওয়েস্ট ইন্ডিজে ফাইনাল রাউন্ডে জিতে। ফলে মার্কিন মুলুকেও বিরাটের ফ্যান বেস বিশাল বড়।
ডোনাল্ড ট্রাম্পের ভিডিয়ো ভাইরাল-
এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে একটু অন্যরকমভাবেই শুভেচ্ছা জানাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। বুধবার দুপুরের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে গেছিল, মার্কিন সাম্রাজ্যে আরেকবার নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্পই। ৭৮ বছর বয়সী ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হতেই এক পুরনো ভিডিয়ো শেয়ার করল আরসিবি। সেখানেই মজার ছলে এক প্রশ্ন লেখা হয় আরসিবির ট্রাম্প কার্ড কে? এরপরই ডোনাল্ড ট্রাম্পের স্পিচ থেকে বিরাট কোহলির নামটি কেটে বসিয়ে দেওয়া হয় ভিডিয়োতে। অর্থাৎই বিরাট কোহলিই আরসিবির ট্রাম্প কার্ড।
আরও পড়ুন-হঠাৎই অবসরের সিদ্ধান্ত ঋদ্ধিমান সাহার! শেষ হবে এক যুগের! কবে শেষ ম্যাচ? জেনে নিন
বিরাটই আস ট্রাম্প কার্ড-
প্রসঙ্গত বিরাট কোহলিই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রাম্প কার্ড সেকথা বলাই বাহুল্য। কারণ চলতি বছরেই তাঁকে আরও তিন বছরের জন্য দলে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। ফলে ২০ বছর একই ফ্র্যাঞ্চাইজিতে খেলার নজির গড়তে চলেছেন বিরাট কোহলি, আর কয়েক বছরের মধ্যেই। এছাড়াও আরসিবিতে যখন অধিকাংশ ক্রিকেটারই ব্যর্থ হন, তখন বারবার দেখা গেছে বিরাট কোহলি নিজের নামের প্রতি সুবিচার করেছেন। এমনকি এবারের আইপিএলেও ৭০০র ওপর রান করে তিনি এই সংস্করণে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন।