ইল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় এবার বিনিয়োগ করতে চলেছে মোহনবাগান, পুণে সুপার জায়ান্টদের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আরসিএসগি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গেই ম্যাঞ্চেস্টারের দলে বিনিয়োগ করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। সোমবারই সর্বোচ্চ দামে তাঁরা এই দলের ৪৯ শতাংশ মালিকানা নিয়ে ফেলল।
ম্যাঞ্চেস্টারের দল কিনল মোহনবাগান সুপার জায়ান্টের মালিকগোষ্ঠি-
এর আগে লন্ডন স্পিরিট দলের ক্ষেত্রেও বিড করেছিল আরপিএসজি গ্রুপ। কিন্তু তিন ঘন্টার নিলামের পর সেই দলের মালিকানা সত্ত্ব লাভ করে সিলিকন ভ্যালি টেক। লর্ডসের সেই ফ্র্যাঞ্চাইজির জন্য ২৯৫ মিলিয়ন পাউন্ড খরচা করে সিলিকন ভ্যালি। এরপর আরপিএসজি ম্যাঞ্চেস্টারের হ্যান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি নিতে ঝাঁপায়। সেখানে প্রায় ১১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময় আরপিএসজি দলের ৪৯ শতাংশ মালিকানা পেতে চলেছে ম্যাঞ্চেস্টার অরিজিনাল দলের।
গত বছরই ওল্ড ট্রাফোর্ডে যায় আরপিএসজি
গত অগাস্টেই জানা গেছিল আরপিএসজি গ্রুপের তরফে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন কর্তারা। এরপর ল্যাঙ্কাশায়ারের চিফ এক্সিকিউটিভ ড্যানিয়েল গিডনিও এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন তাঁরা আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে আশাবাদী। ল্যাঙ্কাশায়ার অবশ্য তালিকায় রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি মালিক রিলায়েন্সকেও, যদিও তাঁরা ওভালের মালিকানা নিয়ে নেয়।
ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ল্যাঙ্কাশায়ার
ভারতে সাম্প্রতিক সময় ল্যাঙ্কাশায়ার দলের পুরুষ ও মহিলা দলের প্রি সিজন টুর করা হয়েছে। এছাড়াও শ্রেয়স আইয়ার, ওয়াসিংটন সুন্দর, বেঙ্কটেশ আইয়ারের মতো ক্রিকেটারদেরও সই করিয়ে ভারতের সঙ্গে যোগ রাখতে চেয়েছিল তাঁরা। আগামী মাসেই ল্যাঙ্কাশায়ারের দল ভারতে আসবে প্রি সিজন টুর করতে।
আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দল রয়েছে আরপিএসজির
প্রসঙ্গত এর আগে আরপিএসজি গ্রুপ প্রায় ৭০৯০ কোটি টাকা খরচ করে লখনউয়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছিল। এরপর তিনি দঃ আফ্রিকার ডার্বান ফ্র্যাঞ্চাইজিও কেনেন। এছাড়াও অতীতে আইপিএলের দল রাইজিং পুণে সুপার জায়ান্টের মালিকানাও ছিল তাঁদের। এছাড়াও আইএসএলে মোহনবাগান ক্লাবের হয়েও বিনিয়োগ করেন তাঁরা।
আরও ভারতীয় সংস্থা দল কিনবে-
রিলায়েন্সের পর দ্বিতীয় ভারতীয় সংস্থা হিসেবে হান্ড্রেডের দলের সঙ্গে যুক্ত হল আরপিএসজি। এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের সান গ্রুপ চেষ্টা চালাচ্ছে নর্দার্ন সুপারচার্জার্স এবং ট্রেন্ট রকেটের মালিকানা নেওয়ার বিষয়ে। এদিকে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক সংস্থা জিএমআর গ্রুপ সাউদার্ন ব্রেভ দলের মালিকানা নিতে পারে।