২০০৮ সালের উদ্বোধনী মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি জেতে রাজস্থান রয়্যালস। পরের ১৬টি মরশুমে সাফল্যের মুখ দেখেনি তারা। ২০২২ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় রাজস্থানকে। এবার কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে দীর্ঘ দিনের ট্রফি খরা কাটাতে মরিয়া রাজস্থান। আপাতত নতুন আইপিএল মরশুম শুরুর আগে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি।
আইপিএল ২০২৫-এর জন্য রাজস্থান রয়্যালসের স্কোয়াড
ব্যাটার: নীতীশ রানা, রিয়ান পরাগ, শিমরন হেতমায়ের, শুভম দুবে, যশস্বী জসওয়াল।
উইকেটকিপার-ব্যাটার: সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), ধ্রুব জুরেল, কুণাল সিং রাঠোর।
অল-রাউন্ডার: বৈভব সূর্যবংশী, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বোলার: আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজলহক ফারুকি, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়া, কোয়েনা মাফাকা, মাহিশ থিকশানা, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, যুধবীর সিং।
আইপিএল ২০২৫-এর জন্য রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফ
ডিরেক্টর অফ ক্রিকেট- কুমার সাঙ্গাকারা, হেড কোচ- রাহুল দ্রাবিড়, পেস বোলিং কোচ- শেন বন্ড, ব্যাটিং কোচ- বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ- দিশান্ত ইয়াগনিক, সহকারী কোচ- ট্রেভর পেনি, সাপোর্ট কোচ- সিদ্ধার্থ লাহিড়ি, হেড অফ অ্যাথলেটিক পারফর্ম্যান্স- মাইকেল ইতালিয়ানো, হেড ফিজিও- জন গ্লস্টার, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- এটি রাজমণি, সিনিয়র ফিজিও- ক্রেগ অ্যান্তনী, সহকারী ফিজিও- নিরঞ্জন পণ্ডিত, টিম ডাক্তার- মহম্মদ মুসাজি, মেন্টাল পারফর্ম্যান্স কোচ- নিমরদ ব্রোকম্যান, ডিরেক্টর অফ অ্যানালিটিক্স অ্যান্ড টেকনলজি- জাইলস লিন্ডসে, লিড অ্যানালিস্ট- পানিশ শেট্টি, টিম ম্যানেজার- রোমি ভিন্দার।
আইপিএল ২০২৫-এর জন্য রাজস্থান রয়্যালসের সূচি
২৩ মার্চ: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (উপ্পল, দুপুর ৩টে ৩০ মিনিট)।
২৬ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (গুয়াহাটি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩০ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (গুয়াহাটি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৫ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (মুল্লানপুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৯ এপ্রিল: গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (আমদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৩ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (জয়পুর, দুপুর ৩টে ৩০ মিনিট)।
১৬ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (অরুণ জেটলি স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট))।
১৯ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৪ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৮ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১ মে: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৪ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (ইডেন, দুপুর ৩টে ৩০ মিনিট)।
১২ মে: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৬ মে: রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।