বাংলা নিউজ > ক্রিকেট > RR vs SRH, Qualifier 2: পরপর ২ বলে ২ উইকেট,গোল্ডেন ডাকে উড়িয়ে দিলেন সামাদের স্টাম্প, ম্যাচের রং বদলে দিলেন আবেশ- ভিডিয়ো

RR vs SRH, Qualifier 2: পরপর ২ বলে ২ উইকেট,গোল্ডেন ডাকে উড়িয়ে দিলেন সামাদের স্টাম্প, ম্যাচের রং বদলে দিলেন আবেশ- ভিডিয়ো

পরপর ২ বলে ২ উইকেট,গোল্ডেন ডাকে উড়িয়ে দিলেন সামাদের স্টাম্প, ম্যাচের রং বদলে দিলেন আবেশ। ছবি: পিটিআই

Two Wickets in Two Balls: সপ্তম ওভারে আবেশ প্রথম বল করতে আসেন। এই ওভারে তিনি ১৩ রান দিয়ে বসেন। কিন্তু ১৪তম ওভারে বল করতে এসে আবেশ পরপর দুই উইকেট নিয়ে চাপে ফেলে দেন হায়দরাবাদকে। এই ওভারে চার রান দিয়ে ২ উইকেট তুলে নেন আবেশ।

১৪তম ওভারে বল করতে এসে ম্যাচের রং-ই বদলে দিলেন আবেশ খান। ওভারের শেষ দুই বলে পরপর সাজঘরে ফেরান নীতীশ কুমার রেড্ডি এবং আব্দুল সামাদকে। আর এতেই বদলে যায় ম্যাচের রং। চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

শুক্রবার ২০২৪ আইপিএলের কোয়ালিফায়ার-টু-র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন প্রথম ইনিংসের সপ্তম ওভারে আবেশ প্রথম বল করতে আসেন। এই ওভারে তিনি ১৩ রান দিয়ে বসেন। কিন্তু ১৪তম ওভারে বল করতে এসে আবেশ চাপে ফেলে দেন হায়দরাবাদকে। এই ওভারে চার রান দিয়ে ২ উইকেট তুলে নেন আবেশ খান।

আরও পড়ুন: ওর জন্যই 2022 IPL-এ ঘুরে দাঁড়িয়েছিলাম- কার্তিককে নিয়ে আবেগে ভাসলেন কোহলি, চোখের জল ধরে রাখতে পারলেন না স্ত্রী দীপিকা

১৪তম ওভারে ঠিক কী ঘটেছে?

এই ওভারের প্রথম চার বল থেকে আসে চার রান। শেষ দুই বলেই বেকায়দায় পড়ে যায় হায়দরাবাদ। পঞ্চম বলে স্ট্রাইকে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। তিনি আবেশের বলে রিভার্স শট মারার চেষ্টা করেছিলেন। কিন্তু শটে সেই রকম জোর ছিল না। শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা যুজবেন্দ্র চাহালের হাতে গিয়ে সোজা জমা হয় বল। সহজ ক্যাচ যুজি কোনও ভাবে মিস করেননি। ১০ বলে ৫ রান করে সাজঘরে ফিরতে হয় নীতীশকে।

আরও পড়ুন: আমারও বয়স হচ্ছে- IPL-এ নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কী ইঙ্গিত করলেন অশ্বিন?

পরিবর্তে ক্রিজে আসেন আব্দুল সামাদ। শেষ বলে ফের পড়ে উইকেট। সামাদ বুঝে উঠতেই পারেননি আবেশের লেন্থ বল। তিনি সেটা পুরো মিস করে যান। স্টাম্প উড়ে যায় সামাদের। গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরতে হয় আব্দুল সামাদকে। পরপর দুই উইকেট হারানোয় চাপে পড়ে যায় হায়দরাবাদ। এদিন আহেশ চার ওভার বল করে ২৭ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। তিনি শেষ ওভারে শাহবাজ আহমেদকেও (১৮ বলে ১৮) সাজঘরে ফিরিয়েছেন। শাহবাজের ক্যাচ ধরেন ধ্রুব জুরেল।

ক্লাসেনের হাফসেঞ্চুরি

এদিন এনরিখ ক্লাসেনের হাফসেঞ্চুরি হাদরাবাদের কাছে বড় অক্সিজেন হয়। চারটি চারের হাত ধরে ৩৪ বলে ৫০ করে সাজঘরে ফেরেন ক্লাসেন। সন্দীপ শর্মা ১৯তম ওভারের প্রথম বলেই বোল্ড করেন তাঁকে। তবে ক্লাসেন ছাড়া হায়দরাবাদের কোনও ব্যাটার ৪০-এর ঘরে পৌঁছতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রাহুল ত্রিপাঠি। ১৫ বলে ৩৭ করেন তিনি। এছাড়া ওপেন করতে নেমে ট্র্যাভিস হেড ২৮ বলে ৩৪ করেন। বাকিরা ২০ রানে গণ্ডি টপকাতে পারেননি।

আরও পড়ুন: ভারতের পরবর্তী কোচ কি ফ্লেমিং? কার্যত উত্তর দিয়ে দিলেন CSK CEO

পাওয়ার প্লে-তে পড়েছে এসআরএইচের তিন উইকেট

পাওয়ার প্লে-তেই হায়দরাবাদের তিন উইকেট তুলে নিয়েছিলেন ট্রেন্ড বোল্ট। বোল্ডকে দিয়ে পাওয়ার প্লে-তেই ৩ ওভার বল করান সঞ্জু স্যামসন। তিনি ৩ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। বোল্টের সৌজন্যে প্রথম ছয় ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। বোল্ট শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। আর হায়দরাবাদ নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'আমি কি ভিনগ্রহের প্রাণী?...' নিজের আবাসনের পুজো নিয়ে কী বলছেন শ্রীলেখা? ‘‌আমার মন মেজাজ ভাল নেই’‌, প্রেসিডেন্সি জেলে প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদলেন পার্থ ‘রণবীরের শয্যাসঙ্গী… অ্যানিম্যালের পর ৩দিন ধরে শুধুই কেঁদেছি’, কেন বললেন তৃপ্তি সকালের আনন্দ বেলা গড়াতেই বিষাদে পরিণত হয়, হরিয়ানার ফল কংগ্রেসকে ধাক্কা দিল ‘‌নিজের বিবেককে নাড়া দেওয়া উচিত’‌, রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্যপাল ইস্তফা দেওয়া ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে কেন, খোঁচা দেবাংশুর বাবা প্রথম জাতীয় পুরস্কার পেতেই আবেগঘন ইয়ামি, লিখলেন, 'তোমায় জন্য গর্বিত' করণের টাই দেখে পাগল নেটপাড়া! জানেন এর দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে ২০ কোটির আর্থিক তছরুপের অভিযোগ! আজহারউদ্দিনকে ১০ ঘণ্টা জেরা ED-র সবটুকু দিয়ে দেশের সেবা করেছি’ ভুটানে গিয়ে নিজের কাজের অভিজ্ঞতা জানালেন CJI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.