আইপিলের প্লে অফের দৌড়ে এক পা এগিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। লিগে দুরন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে তাঁরা। চিপকে ধরে নেওয়া হয়েছিল, এই ম্যাচ সিএসকে হেরে গেলে এটাই ধোনির শেষ ম্যাচ হতে পারে। কিন্তু ৫ উইকেটে ম্যাচ জিতে যাওয়ায় প্লে অফের রাস্তা আরও একবার মসৃণ তাঁদের। শেষ ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে জিতলেই তাঁরা প্লে অফে পৌঁছে যাবে। ম্যাচে অবশ্য মহেন্দ্র সিং ধোনিকে বারবার পিঠের ব্যাথার জন্য বেল্ট ঠিক করতে দেখা যায়। আইপিএল শুরুর আগেই নিজের শারীরিক অবস্থার কথা বুঝতে পেরে রুতুরাজ গায়েকওয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন মাহি। বুঝে ছিলেন, মহারাষ্ট্রে এই ছেলের মধ্যে চেষ্টা আছে। ধোনির সম্মানও রেখেছেন রুতু।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে রুতুরাজ করেছেন ৫৮৩ রান। দলও আপাতত চতুর্থ স্থানে রয়েছে। আইপিএলের শুরুর দিকে বোঝা গেছিল, বারবারই ধোনির টিপস নিচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সিএসকের অধিনায়ক বলছেন, প্রথম ম্যাচ থেকে তিনি নিজের মতো করেই দল পরিচালনা করেছেন। খুব দরকার না হলে, কখনই ধোনির কাছে যাননি।
আরও পড়ুন-IPL 2024- শাহরুখের কোন চালে বাজিমাত নাইটদের, রহস্য ফাঁস করলেন সিধু, দেখুন ভিডিয়ো
রুতুরাজ গায়েকওয়াড়কে আইপিএলের অধিনায়কদের ফটো শ্যুটের সময় পাকাপাকিভাবে জানানো হয়, তিনিই এবারের দলের অধিনায়কত্বের ব্যাটন হাতে পাবেন। ধোনি সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে দেন রুতুর। এরপর থেকে ধোনি তাঁকে স্পষ্ট বাক্যেই জানিয়ে দিয়েছিলেন, সব সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি শুধরে দেওয়ার প্রয়োজন হলে তখন তা তিনি পরামর্শ দেবেন। কখনই ধোনি তাঁর ওপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেননি, বলছেন রুতুরাজ।
আরও পড়ুন-IPL-এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামের জের, গারদে ঠাই ক্রিকেটভক্তের
রাজস্থান ম্যাচের আগেই আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে এক সাক্ষাৎকারে রুতুরাজ গায়েকওয়াড় বলেছেন, 'গতবার থেকেই আমি ভাবতাম প্রত্যেক খেলায়, যদি আমি অধিনায়ক হতাম তাহলে কী সিদ্ধান্ত নিতাম? আমি খুব খুশি যে প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক হিসেবে সব সিদ্ধান্ত নিচ্ছি, তাঁর কাছে পরামর্শ নিচ্ছি না। মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিল, তুমি তোমার মতো সিদ্ধান্ত নাও, কারণ দায়িত্বটাও তোমার। আমি কোনও বিষয় ঢুকব না, একমাত্র ফিল্ডিং যদি দেখি ৫০-৫০ রয়েছে, তখন আমি বলে দেব। কিন্তু আমি বললেই যে তোমায় শুনতে হবে, সেটা নয়। কোনও বাধ্যবাধকতা নেই সে ব্যাপারে, বলেছিল ধোনি। আমিও তাই ফিল্ডিং বদলের সময় একবার তাঁর দিকে তাকাই, তখন দেখতে পাই মাহি ভাইও আমার ওপর নজর রেখেছে'।
আরও পড়ুন-IPL-এর মাঝপথে বিদেশিরা দল ছাড়লে শাস্তির নিদান গাভাসকরের, বাদ যায় না যেন বোর্ডও
উল্লেখ্য এবারে ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি তেমন উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও মাঠের মধ্যে থেকে অনেক কিছুই করেছেন। রুতুরাজ ঠান্ডা মাথায় নিজের সাধ্য মতো চেষ্টা করলেও মহেন্দ্র সিং ধোনি যে তাঁকে শুধু ফিল্ডিংয়ের ক্ষেত্রেই পরামর্শ দেন, বোলিং চেঞ্জের ক্ষেত্রে দেন না, সেই কথাটা ঠিক মেনে নিতে পারছেন না ধোনিভক্তরা। কারণ গুরুত্বপূ্র্ণ পরিস্থিতিতে বোলার, ফিল্ডার এমনকি রুতুরাজও অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়েই তাকিয়ে থাকেন মাহির দিকে, আর তখনই পরিত্রাণ দেন এমএসডি।