মাত্র কয়েকমাস আগের কথা। আইপিএলের শেষ ল্যাপে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরেই আইপিএল অভিযান শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের। আরসিবির হয়ে সেই ম্যাচে শেষ ওভারে বোলিং করে দলকে জেতান পেসার যশ দয়াল, শেষ ওভারে চেন্নাইকে জিতিয়ে দলকে প্লে অফে তুলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
এবছরই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পদে নির্বাচিত হয়েছিলেন রুতুরাজ গায়েকওয়াড়। আইপিএল শুরুর কদিন আগেই তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের সময় তাঁকে প্রচুর সাহায্য করতেও দেখা যায় মাহিকে। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাট হাতে রুতুর পারফরমেন্স চোখে লাগার মতো হলেও তাঁর অধিনায়কত্বের স্কিল তেমন মন জিততে পারেনি।
রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে সেই হারটা বোধহয় এখনও কাঁটার মতোই লাগে রুতুরাজ গায়েকওয়াড়ের। সেই কারণেই সম্প্রতি আরসিবি নিয়ে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন এই ডানহাতি ওপেনার। এক অনুষ্ঠানে গিয়ে তিনি প্রযুক্তিগত ত্রুটির জন্য মজা করেই আরসিবির নাম টেনে আনেন, আর তারপরই সোশাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
সম্প্রতি একটি ইভেন্টে গেছিলেন সিএসকের অধিনায়ক। সেখানে রুতুরাজ গায়েকওয়াড় কথা বলার সময়ই, তাঁর হাতে থাকা মাইক্রোফোন বন্ধ হয়ে যায়, স্বভাবতই তাঁর কথা শোনা যাচ্ছিল না। সঞ্চালকের সঙ্গে তিনিও স্টেজেই ছিলেন। সেই সময়ই এই ত্রুটির জন্য তিনি মজা করে দাবি করে বসেন, নিশ্চয় মাইক্রোফোন যিনি দিয়েছেন অর্থাৎ সাউন্ডের দায়িত্বে থাকা ব্যক্তি আরসিবির সমর্থক, তাই তাঁকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। মজা করে বললেও রুতুর সেই কথা বেশ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
১৮ মের সেই দিনের কথা তুলেই এরপর সোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য উড়ে এসেছে। আসলে আরসিবির মতোই সিএসকেও দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্চাইজি। ফলে বলা যায় দঃ ভারতীয় ডার্বি ম্যাচেই বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সেখানে অধিনায়ক হিসেবে বাজিমাত করে দেন ফ্যাফ ডুপ্লেসি, আর ব্যর্থ হন রুতুরাজ গায়েকওয়াড়।