আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারত শুরুতে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৮৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। তবে মালাহাইডের বাইশগজে রানের হদিশ থাকায় আয়ারল্যান্ডের সামনে ভারতের ঝুলিয়ে দেওয়া টার্গেট খুব একটা বড়সড় বলে মনে হচ্ছিল না।
পালটা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড প্রথম ২ ওভারে ১৮ রান তুলে ফেলে। তৃতীয় ওভারে বল করতে এসে প্রসিধ কৃষ্ণা জোড়া ধাক্কা দেন আইরিশ শিবিরে। ২.৩ ওভারে প্রসিধের বলে আর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন আয়ারল্যান্ডের ক্যাপ্টেন পল স্টার্লিং। ২.৬ ওভারে প্রসিধের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন আইরিশ উইকেটকিপার লরকান টাকার। আয়ারল্যান্ড দলগত ১৯ রানের মাথায় ২টি উইকেট হারায়।
উল্লেখযোগ্য বিষয় হল, ২টি ক্যাচের ক্ষেত্রেই ভারতীয় ফিল্ডাররা মুন্সিয়ানার পরিচয় দেন। স্টার্লিংয়ের হাই-ক্যাচ ধরার সময় আর্শদীপ সিংয়ের ঠিক সামনে চলে আসেন সঞ্জু স্যামসন। তা সত্ত্বেও বলের উপর থেকে চোখ সরাননি আর্শদীপ। স্যামসন শেষ মুহূর্তে নিজেকে সারিয়ে নেওয়ায় ধক্কা এড়ানো সম্ভব হয় এবং ক্যাচ মিস হয়নি।
টাকারের ক্যাচ ধরার ক্ষেত্রে অবশ্য রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ধাক্কা ধাক্কিতে জড়িয়ে পড়েন শিবম দুবে। রুতুর মতো হাই-ক্যাচ ধরার চেষ্টায় দৌড় শুরু করেন শিবম। দুই তারকারই চোখ ছিল বলের উপরে। দুবে সম্ভবত রুতুর কল শুনতে পাননি। শেষমেশ ধাক্কা সত্ত্বেও রুতুরাজ ক্যাচ ধরতে সক্ষম হন। প্রসিধ ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- T20I-তে মেডেন নেওয়ার বিরল রেকর্ড বুমরাহর, ভুবনেশ্বরের নজিরে ভাগ বসালেন জসপ্রীত
প্রসিধ ম্যাচে আরও একটি উইকেট পেতে পারতেন। তবে রুতুরাজের ভুলেই সেটা সম্ভব হয়নি। ইনিংসের পঞ্চম ওভারে প্রসিধ দ্বিতীয়বার বল করতে এলে অ্যান্ডি বলবির্নি ক্যাচ তুলে বসেন। যদিও বল তালুবন্দি করতে পারেননি রুতুরাজ। নিতান্ত সহজ সুযোগ না হলেও ৪.৪ ওভারে জীবনদান পান বলবির্নি।
আরও পড়ুন:- IND vs IRE 2nd T20I: আইপিএলের মন্ত্রেই সাফল্য, ম্যাচের সেরা হয়ে ফর্মুলা ফাঁস রিঙ্কুর
ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল:-
টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তোলে। রুতুরাজ গায়কোয়াড় ৫৮, সঞ্জু স্যামসন ৪০ ও রিঙ্কু সিং ৩৮ রান করেন। ২টি উইকেট নেন ব্যারি ম্যাককার্থি।
জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। ৩৩ রানে ম্যাচ জেতে ভারত। ৭২ রান করেন অ্যান্ডি বলবির্নি। ২টি করে উইকেট নেন বুমরাহ, প্রসিধ ও রবি বিষ্ণোই। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রিঙ্কু সিং।