টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে লড়াকু জয় দিয়ে মেজর লিগ ক্রিকেটের নতুন মরশুম শুরু করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তবে তার পরেই পরপর ২টি ম্যাচে হারের মুখ দেখতে হয় সুনীল নারিনদের। বুধবার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে সিয়াটেল অরকাসের কাছে হার মানে নাইট রাইডার্স। শেষ ওভারে চমক দেওয়ার চেষ্টা করলেও লস অ্যাঞ্জেলেসের হারকে একতরফা বলাই স্বাভাবিক।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে সিয়াটেলের ক্যাপ্টেন এনরিখ ক্লাসেন শুরুতে ব্যাট করতে পাঠান নাইট রাইডার্সকে। লস অ্যাঞ্জেলেস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন জেসন রয়।
জেসন ৫২ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। আইপিএলে ওপেন করতে নেমে একের পর এক ঝোড়ো ইনিংস খেলেন সুনীল নারিন। তবে মেজর লিগের নতুন মরশুমে তিনটি ম্যাচে ওপেন করতে নেমে তিনবারই ব্যর্থ হন তিনি। সিয়াটেলের বিরুদ্ধে মাত্র ৫ রান করে আউট হন নারিন।
উন্মুক্ত চাঁদ ২১ বলে ১৮ রান করেন। ৭ বলে ৭ রান করেন শাকিব আল হাসান। ২২ বলে ৪৪ রানের মারকাটারি ইনিংস খেলে নট-আউট থাকেন ডেভিড মিলার। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৪ রান করেন আন্দ্রে রাসেল।
সিয়াটেলের হয়ে ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জামান খান। ৪ ওভারে ৩৪ রান খরচ করে ২টি উইকেট নেন হরমীত সিং। ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন ক্যামেরন গ্যানন। উইকেট পাননি নান্দ্রে বার্গার ও ইমদ ওয়াসিম।
পালটা ব্যাট করতে নেমে সিয়াটেল অরকাস ১৯.৫ ওভারে মাত্র ১ উইেকট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৯ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। জয়ের জন্য শেষ ওভারে ৩ রান দরকার ছিল। আলি খান লড়াই পঞ্চম বল পর্যন্ত টেনে নিয়ে যান। তবে শেষ রক্ষা করতে পারেননি।
সিয়াটেলের হয়ে দুর্দান্ত শতরান করেন রায়ান রিকেলটন। তিনি ৬৬ বলে ১০৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৯টি চার ও ৫টি ছক্কা। হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি'কক। তিনি ৪৬ বলে ৫১ রান করে নট-আউট থাকেন। কুইন্টন ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৭ বলে ৯ রান করে আউট হন নৌমন আনোয়ার।
নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ২৮ রান খরচ করে একমাত্র উইকেটটি নেন স্পেনসার জনসন। সুনীল নারিন ৪ ওভারে ২৫ রান খরচ করেন। আন্দ্রে রাসেল ৩ ওভারে ৩৩ রান খরচ করেন। শাকিব আল হাসান ২ ওভারে ২৩ রান উপহার দেন। ৩.৫ ওভারে ২৮ রান খরচ করেন আলি খান। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন রিকেলটন।