আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারের ক্ষত এখনও তাজা। তাই ফের পচা শামুকে পা না কাটে, সতর্ক ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আপাতত নিজেদের সুনাম রক্ষায় কিছুটা হলেও সফল হল প্রোটিয়ারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। যদিও বোলারদের ফর্ম এক্ষেত্রে দুশ্চিন্তায় রাখছে এডেন মার্করামদের।
শুক্রবার আবু ধাবিতে আইরিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রোটিয়া দলনায়ক মার্করাম শুরুতে ব্যাট করতে পাঠান আইরিশদের। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন কার্টিস ক্যাম্ফার। তিনি ব্যক্তিগত ৪৯ রানে আউট হয়ে বসেন। ৩৬ বলের আগ্রাসী ইনিংসে কার্টিস ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ২৮ বলে ৩৭ রান করেন নেইল রক। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১৬ বলে ২১ রানের যোগদান রাখেন জর্জ ডকরেল। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া পল স্টার্লিং ২, রস আডায়ার ১৮, হ্যারি টেক্টর ১৬ ও মার্ক আডায়ার ৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন প্যাট্রিক ক্রুগার। ১টি করে উইকেট সংগ্রহ করেন উইয়ান মাল্ডার, ওটনেল বার্টম্যান, বিয়র্ন ফরচুইন ও পিটার।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৭.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৪ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে ২ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় প্রোটিয়ারা। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার রায়ান রিকেলটন ও রিজা হেন্ডরিক্স।
রিকেলটন ৭৬ রান করে আউট হন। ৪৮ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৬টি ছক্কা মারেন। ৩৩ বলে ৫১ রান করেন রিজা। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৪ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ম্যাথিউ ব্রিৎজকে। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১২ বলে ১৭ রান করে নট-আউট থাকেন এডেন মার্করাম। তিনি ৩টি চার মারেন।
আয়ারল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন মার্ক আডায়ার ও ক্রেগ ইয়ং। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রিকেলটন।