যার শেষ ভালো তার সব ভালো, এই প্রবাদটাই যেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে প্রমাণিত হল। আসলে ভারত যেভাবে শেষ ওভারটা খেলল তাতে সকলেই অবাক হয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন একেবারে অদ্ভুত ক্রিকেট। আর বলবেই না কেন, কারণ শেষ ওভারে ভারত তুলল মাত্র ছয় রান। যেখানে ক্রিজে ব্যাট করছিলেন হার্দিক পান্ডিয়া সেখানে শেষ ওভারের প্রথম চারটি বলে কোও রানই এল না। এদিকে হার্দিকের ক্যাচ ফেললেন জেরাল্ড কোয়েটজি।
ওভারের প্রথম বলটা ইয়র্ক করেছিলেন মার্কো জানসেন। সেই বলে কোনও রান নেননি হার্দিক। ওভারের দ্বিতীয় বলে হার্দিককে আউট করার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার কাছে। তবে ক্যাচটি মিস করেন মার্করাম। এরপরের বল অর্থাৎ ওভারের তৃতীয় বলেও রান নিতে পারেননি হার্দিক। চতুর্থ বলেও ক্যাচ তুলেছিলেন হার্দিক। ক্যাচটি মিস করেন জেরাল্ড কোয়েটজি। ওভারের পঞ্চম বলে ২ রান নেন হার্দিক। মার্কো জানসেনের এই ওভারের শেষ বলে চার মারেন হার্দিক। এর ফলে এই ওভারে ভারত মাত্র ছয় রান তোলে। এই ওভার থেকেই বোঝা যায় ভারত কতটা চাপে ছিল। কারণ এই সময়ে সুযোগ থাকলেও আর্শদীপ সিংকে নিজের স্ট্রাইক ছাড়লেন না হার্দিক পান্ডিয়া।
রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হচ্ছে। সেন্ট জর্জ পার্কে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। ছয় নম্বরে ব্যাট করতে আসা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি রান করেন। ৪৫ বলে চারটি চার ও এক ছক্কার সাহায্যে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। টস হেরে প্রথমে ব্যাট করতে আসা ভারতীয় দলের শুরুটা খুব খারপ হয়েছিল। প্রথম ওভারেই শূন্য রানে বোল্ড হন সঞ্জু স্যামসন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। অভিষেক শর্মা (৪) ও অধিনায়ক সূর্যকুমার যাদব (৪) ব্যর্থ হন।
তিলক বর্মা (২০ বলে ২৭ রান) এবং অক্ষর প্যাটেল (২১ বলে ৩১ রান) চতুর্থ উইকেটে ৩০ রানের জুটি গড়েন। অষ্টম ওভারে প্যাভিলিয়নে ফেরেন তিলক। ১২তম ওভারে রান আউট হন অক্ষর। দলের ৭০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় ভারত। রিঙ্কু সিং (১১ বলে ৯) ব্যাট হাতে চমক দেখাতে পারেননি। ভারতীয় ইনিংস ব্যর্থ হওয়ার পর, হার্দিক দায়িত্ব নেন এবং ভূমিকা পালন করেন। তিনি আর্শদীপ সিং (৬ বলে অপরাজিত) এর সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটি গড়েন এবং দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্কো জানসেন, আন্দিলে সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, এনকাবায়োমজি পিটার এবং অধিনায়ক এইডেন মার্করাম একটি করে উইকেট নেন।