আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালে। সুতরাং, ৫ বছর হয়ে গেল অবসরের বৃত্তে রয়েছেন জেপি ডুমিনি। যদিও ক্রিকেট থেকে দূরে থাকেননি তিনি। প্রাক্তন প্রোটিয়া তারকা এখন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেটের আবহে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার কোনও প্রশ্নই নেই ডুমিনির।
তবে সোমবার ফের ডুমিনিকে দেখা গেল দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠে নামতে। তবে কি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি? তেমনটা নয় মোটেও। আসলে বাধ্য হয়েই ডুমিনিকে ১১ জনের কোটা পূরণ করতে মাঠে নামতে হয়।
সোমবার আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। আবু ধাবির প্রচণ্ড গরমে কাহিল দেখায় দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটারকে। প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হয় তাঁদের। সেই কারণেই প্রথম ইনিংসের শেষের দিকে পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে পড়েন কোচ ডুমিনি নিজেই।
ক্রিকেটের মাঠে আপৎকালীন পরিস্থিতিতে সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করতে নামা একেবারে নজিরবিহীন নয়। বরং বেশ কয়েকটি ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছে। তবে বেশিরভাগই প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচে এমন ছবি দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে কোচের মাঠে নেমে পড়ার ঘটনা নিতান্ত বিরল।
সঙ্গত কারণেই ডুমিনির দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠে নেমে পড়ার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য বিষয় হল, অবসরের পরেও ডুমিনি কতটা ফিট, সেটা বোঝা যায় মাঠেই। তাঁর ফিল্ডিং প্রচেষ্টা কুর্নিশ আদায় করে নেয় ক্রিকেটপ্রেমীদের। উল্লেখ্য, খেলোয়াড় জীবনে জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ফিল্ডার ছিলেন।
দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
সোমবার আবু ধাবিতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। পল স্টার্লিং ৯২ বলে ৮৮ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪৮ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলেন টেক্টর। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একসময় মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তারা শেষেমেশ ৪৬.১ ওভারে ২১৫ রানে অল-আউট হয়ে যায়। ৬৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে আয়ারল্যান্ড। জেসন স্মিথ ৯৩ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৯টি চার ও ৪টি ছক্কা।