তারকা ব্যাটসম্যান শান মাসুদ এবং বাবর আজম রবিবার তাদের দুর্দান্ত পারফরম্যান্স মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে বড় ওপেনিং জুটি গড়েন শান মাসুদ ও বাবর আজম।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইমরান ফারহাত ও তৌফিক উমরের গড়া সবচেয়ে বড় জুটির রেকর্ড ভেঙে দিয়েছে শান মাসুদ এবং বাবর আজম জুটি। শান মাসুদ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি মিস করেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম।
আরও পড়ুন… কীভাবে ফর্ম ফিরে পাবেন বিরাট কোহলি? বন্ধুকে বড় পরামর্শ দিলেন এবি ডি'ভিলিয়ার্স
ইমরান ফারহাত এবং তৌফিক উমর ২০০৩ সালে পাকিস্তানের হয়ে ১৩৭ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাবর আজম ও শান মাসুদের মধ্যে প্রথম উইকেটে ২৭৮ বলে ২০৫ রানের জুটি গড়ে ওঠেছিল। ৪৭তম ওভারে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম। তার আউট হারানোর পর, মাসুদ ইনিংসের হাল ধরেন এবং ১০২ রান করে অপরাজিত ফিরে আসেন। ইনিংসে ১৪টি চার মেরেছেন শান মাসুদ।
আরও পড়ুন… সাংবাদিক সম্মেলনে রোহিতের প্রসঙ্গ উঠতেই রেগে গেলেন গম্ভীর! ক্লাস নিলেন মিডিয়ার
রায়ান রিকেলটনের প্রথম ডাবল সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬১৫ রান করে। তেম্বা বাভুমা ও কাইল ভেরেইনের সেঞ্চুরিতে এত বড় রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে পাকিস্তান দল খুব খারাপ পারফরম্যান্স করে এবং পুরো দল মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে য়ায়। দক্ষিণ আফ্রিকা অনুসরণ করে এবং তারপর পাকিস্তানকে দ্বিতীয়বার ব্যাট করতে নামতে হয়। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন শান মাসুদ ও বাবর আজম। দুজনের মধ্যে ২০৫ রানের জুটি গড়ে উঠেছিল। এই দুজনের জুটির সুবাদে ইনিংসের পরাজয় এড়ানোর কাছাকাছি চলে যাচ্ছে পাকিস্তান। ম্যাচে পাকিস্তান দল অনেক পিছিয়ে থাকলেও লজ্জাজনক পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন এই খেলোয়াড়রা।
আরও পড়ুন… ইতিহাসের পাতায় BGT 2024-25! বুমরাহ থেকে স্মিথ-পন্ত- নীতীশ গড়লেন একাধিক রেকর্ড
১২৪ বলে ৮১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তারকা ব্যাটসম্যান বাবর আজম। নিজের ইনিংসে মারেন ১০টি চার। তৃতীয় দিনের খেলা শেষে অধিনায়ক শান মাসুদ ১০২ রানে অপরাজিত আছেন এবং খুররম ৮ রানে অপরাজিত আছেন। পাকিস্তান এখনও ২০৮ রান পিছিয়ে রয়েছে। এটি ছিল পাকিস্তানের দ্বিতীয় ফলো-অন সেঞ্চুরি জুটি। হানিফ মহম্মদ এবং ইমতিয়াজ আহমেদ ১৯৫৮ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫২ রান যোগ করেছিলেন।