জমে উঠেছে গেকেবারহা টেস্টের শেষ দিনের লড়াই। দক্ষিণ আফ্রিকার মাটিতে রান তাড়া করতে গিয়ে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। পাঁচ উইকেট হারানোর পরেও দলকে চমৎকারভাবে লড়াইয়ে ফিরিয়েছে ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। ব্যাট হাতে জয়ের আশা দেখাচ্ছেন তাঁরা। এই ম্যাচের শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেট, কারণ শেষ দিনে আরও জমে উঠবে দুই দলের লড়াই। জয়ের রেকর্ড গড়ার চ্যালেঞ্জে জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা।
সেন্ট জর্জেস পার্কে রবিবার প্রবথ জয়সূর্যর দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ৩১৭ রানে থামিয়ে দেয় শ্রীলঙ্কা। এর পরে ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ২০৫ রানে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে লঙ্কানদের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দুজনেই বর্তমানে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন। তাদের ব্যাটিং লাইনআপের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা তারাই। অর্থাৎ এই দুই উইকেট ফেলতে পারলেই জয়ের দিকে এগিয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা। সেই কারণে পঞ্চম দিনে এই দুই ব্যাটারের ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
শেষ দিনে জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ১৪৩ রান, আর দক্ষিণ আফ্রিকার চাই ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কা ৫২ ওভারে ২০৫ রান করেছে, তবে জয়ের জন্য তাদের এখনও ১৪৩ রান প্রয়োজন। অধিনায়ক দিমুথ করুনারত্নে (১) তাড়াতাড়ি আউট হওয়ায় শ্রীলঙ্কার শুরুটা খারাপ হয়েছিল। যাইহোক, পাথুম নিশঙ্কা (১৮), দীনেশ চণ্ডীমল (২৯), অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৩২), এবং কামিন্দু মেন্ডিস (৩৫) মিডল অর্ডারে রান যোগ করার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন… পার্থে দুই ইনিংস মিলিয়ে ৫ রান, অ্যাডিলেডে ৬৪ রান! ১০ দিনে নিজেকে কীভাবে বদলে ফর্মে ফিরলেন ল্যাবুশান
দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ড্যান প্যাটারসন এবং কেশব মহারাজ। দুজনেই ২টি করে উইকেট শিকার করেন। কাগিসো রাবাদাও নিয়েছেন দিমুথ করুনারত্নের গুরুত্বপূর্ণ উইকেট। এখন শেষ দিনে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে রান করে ম্যাচ জেতাতে হবে নয়তো অন্যদিকে জয় নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৫ উইকেট।
আরও পড়ুন… World Chess Championship: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে লিড নিলেন ডি. গুকেশ
সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি জিতে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে তারা শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়েছিল। এবার সিরিজের দ্বিতীয় ম্য়াচ জিতে ২-০ করতে চাইবে প্রোটিয়ারা। তবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরতে চাইবে শ্রীলঙ্কা। এখন দেখার টেস্ট ম্যাচের শেষ দিনে কতটা রোমাঞ্চ দেখা যায়। এই জয়ের দিকে তাকিয়ে থাকবে গোটা ভারতীয় ক্রিকেট মহল। কারণ এই ম্য়াচের উপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল অনেকটা নির্ভর করবে। ভারত WTC ফাইনালে উঠবে কিনা তার অনেকটা নির্ভর করবে এই ম্য়াচ।