ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের ইতিহাসে আগে কখনও যে ঘটনা ঘটেনি, তেমনই অভাবনীয় কাণ্ড ঘটাল পার্ল রয়্যালস। তারা ২০ ওভারের ক্রিকেটে ছোটখাটো ইনিংস গড়েও ম্যাচ জিততে বিশেষ কৌশল অবলম্বন করে। যার ফলেই রেকর্ড বইয়ে নাম তুলে ফেলে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের এই ফ্র্যাঞ্চাইজি।
বলা বাহুল্য, পার্ল রয়্যালসের সেই কৌশল কার্যকরী প্রমাণিত হয় পুরোপুরি। হাতে বড় রানের পুঁজি না থাকা সত্ত্বেও এসএ-২০'র ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারিয়ে দেয় রয়্যালস। অর্থাৎ, তাদের গেমপ্ল্যান একশো শতাংশ সফল বলা যায়। সেদিক থেকে বিরল রেকর্ড গড়ে ম্যাচ জেতে রয়্যালস।
শনিবার বোল্যান্ড পার্কে এসএ-২০'র ২০তম লিগ ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াইয়ে নামে পার্ল রয়্যালস। বাইশগজে স্পিনারদের জন্য পর্যাপ্ত সাহায্য রয়েছে, সেটা বুঝতে অসুবিধি হয়নি ডেভিড মিলারদের। তাই প্রথম একাদশে স্পিনারদের দল ভারি করে মাঠে নামে তারা।
যদিও এক্ষেত্রে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রয়্যালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করে। বাকিরা রান তুলতে মুশকিলে পড়লেও দুরন্ত ছন্দে থাকা জো রুটকে থামানো যায়নি। তিনি ফের দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। রুট ৬টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৫৬ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৮টি চার ও ২টি ছক্কা।
ক্যাপ্টেন ডেভিড মিলার ১৮ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ২০ বলে ১৫ রান করেন দুনিথ ওয়েলালাগে। রুবিন হার্মান ৯ ও মিচেল ভ্যান বিউরেন ৫ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি লুয়ান দ্রে প্রিটোরিয়াস।
ক্যাপিটালসের হয়ে ১টি করে উইকেট নেন উইল জ্যাকস, ইথান বশ, সেনুরান মুথুস্বামী ও কাইল সাইমন্ডস। উইকেট পাননি জেমস নিশাম ও জেসন বেহরেনডর্ফ।
জয়ের জন্য ক্যাপিটালসের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৪১ রানের। টি-২০ ক্রিকেটে এই লক্ষ্য এমন কিছু কঠিন নয়। তবে রয়্যালস শুরু থেকে শেষ পর্যন্ত স্পিনারদের দিয়ে বল করিয়ে ক্যাপিটালসের কাজ কঠিন করে তোলে। শেষমেশ ক্যাপিটালস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে যায়। ১১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রয়্যালস। দল হারায় ব্যর্থ হয় উইল জ্যাকসের ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস।
২০ ওভার বল করে স্পিনাররাই
উল্লেখযোগ্য বিষয় হল, পার্ল রয়্যালস ৫ জন স্পিনারকে দিয়ে বল করিয়ে ২০ ওভারের কোটা পূর্ণ করায়। তারা কোনও পেসারকে বল করতে পাঠায়নি। ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে আগে কখনও এমনটা দেখা যায়নি। অর্থাৎ, এই প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের এক ইনিংসে ২০ ওভারই বল করে স্পিনাররা।
রয়্যালসের হয়ে বিয়র্ন ফরচুইন ৪ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নেন। দুনিথ ওয়েলালাগে ৪ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নেন। মুজিব উর রহমান ৪ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। জো রুট ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি পিটার। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা হন জো রুট।