২০১১ ওডিআই বিশ্বকাপ ফাইনালের দ্বৈরথই আবার দেখা যাবে মাঠে। এবার মুখোমুখি হতে চলেছেন বিশ্বকাপজয়ী তারকারা। সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারাদের ভারত শ্রীলঙ্কার পাশাপাশি ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দঃ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটারদের। প্রধান আকর্ষণ অবশ্যই মাস্টার ব্লাস্টার্সের মাঠে নামা।
জিও স্টার ডিজনি, হটস্টার এবং কলর সিনেপ্লেক্সে দেখা যাবে এই প্রতিযোগিতার ম্যাচগুলো। খেলা শুরু হবে সন্ধে ৭.৩০টায়। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন ২০১১ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আর শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পরে টি২০ বিশ্বকাপ জেতা কুমার সাঙ্গাকারা।
সচিন তেন্ডুলকর এই প্রতিযোগিতায় খেলার বিষয়ে বলেন, ‘আমি আমার মাঠে নামার অপেক্ষায় আছি। ক্রিকেটের যে ঐহিত্য পরম্পরা, তারই একটা উৎসব হল আইএমএলের এই লিগ। যাদের সঙ্গে এক সঙ্গে অতীতে খেলেছি, আরও একবার তাঁদের সঙ্গে খেলতে পারব ভেবে খুবই ভালোো লাগছে। এখানে সব দলই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করবে ’।
কুমার সাঙ্গাকারা বলেন, ‘ক্রিকেটের যে উত্তেজনা, আইএমএল তাঁকেই যেন আমন্ত্রণ জানাচ্ছে। এটা প্রাক্তন ক্রিকেটারদের জন্য একটা বড় সুযোগ তাঁদের পুরনো দিনের খেলা, দ্বৈরথ আরেকবার ঝালিয়ে নেওয়ার। সমর্থকদেরও আবার কাছে যেতে পারে ক্রিকেটাররা এই সুযোগে। আমিও এই লিগে অংশ নেওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী ’।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
এই প্রথম নয়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগসহ বহু তারকা ক্রিকেটারকেই অতীতে দেখা গেছে লিজেন্ডস লিগ, মাস্টার লিগসহ বিভিন্ন দেশের ক্রিকেট লিগে অংশ নিতে। ভারতীয় বর্তমান ক্রিকেটারদের ব্য়াপক জনপ্রিয়তার মধ্যেও মাস্টার ব্লাস্টার্সের মতো অনেকের জনপ্রিয়তায় যে একদমই ভাটা পড়েনি, তা বোঝা যায় এই ধরণের লিগগুলোয় মাঠে আসা দর্শকদের উৎসাহ দেখে।