ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে সারা জীবনের অবিস্মরণীয় অবদানের জন্য কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে কুর্নিশ জানাল বিসিসিআই। শনিবার তেন্ডুলকরকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারকে সম্মানিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শনিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২০২৩-২৪ মরশুমে ছেলেদের বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতে নেন জসপ্রীত বুমরাহ। তাঁকে পলি উমড়িগড় ট্রফিতে ভূষিত করা হয়। মেয়েদের বিভগে ২০২৩-২৪ মরশুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জেতেন স্মৃতি মন্ধনা। দেখে নেওয়া যাক সম্পূর্ণ পুরস্কার তালিকা।
বিসিসিআইয়ের ২০২৩-২৪ মরশুমের বর্ষসেরা পুরস্কার তালিকা
১. কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট- সচিন তেন্ডুলকর।
২. বিসিসিআই স্পেশাল অ্যাওয়ার্ড- রবিচন্দ্রন অশ্বিন।
৩. ছেলেদের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার (পলি উমড়িগড় ট্রফি)- জসপ্রীত বুমরাহ।
৪. মেয়েদের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার- স্মৃতি মন্ধনা।
৫. ছেলেদের বর্ষসেরা আন্তর্জাতিক অভিষেক- সরফরাজ খান।
৬. মেয়েদের বর্ষসেরা আন্তর্জাতিক অভিষেক- আশা শোভনা।
৭. মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান- স্মৃতি মন্ধনা।
৮. মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট- দীপ্তি শর্মা।
৯. ঘরোয়া ক্রিকটের সেরা দল- মুম্বই।
১০. ঘরোয়া ক্রিকেটের সেরা আম্পায়ার- অক্ষয় টট্রে।
১১. রঞ্জি ট্রফির সেরা অল-রাউন্ডার (লালা অমরনাথ ট্রফি)- তনুষ কোটিয়ান।
১২. সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা অল-রাউন্ডার (লালা অমরনাথ ট্রফি)- শশাঙ্ক সিং।
১৩. রঞ্জির এলিট গ্রুপের সর্বোচ্চ রান (মাধবরাও সিন্ধিয়া ট্রফি)- রিকি ভুই।
১৪. রঞ্জির প্লেট গ্রুপের সর্বোচ্চ রান (মাধবরাও সিন্ধিয়া ট্রফি)- অগ্নি চোপড়া।
১৫. রঞ্জির এলিট গ্রুপের সর্বাধিক উইকেট (মাধবরাও সিন্ধিয়া ট্রফি)- সাই কিশোর।
১৬. রঞ্জির প্লেট গ্রুপের সর্বাধিক উইকেট (মাধবরাও সিন্ধিয়া ট্রফি)- তনয় ত্যাগরাজন।
১৭. কর্নেল সিকে নাইডু ট্রফির এলিট গ্রুপের সর্বোচ্চ রান (এমএ চিদম্বরম ট্রফি)- কেভি অনীশ।
১৮. কর্নেল সিকে নাইডু ট্রফির প্লেট গ্রুপের সর্বোচ্চ রান (এমএ চিদম্বরম ট্রফি)- হেম ছেত্রী।
১৯. কর্নেল সিকে নাইডু ট্রফির এলিট গ্রুপের সর্বাধিক উইকেট (এমএ চিদম্বরম ট্রফি)- পি বিদ্যুৎ।
২০. কর্নেল সিকে নাইডু ট্রফির প্লেট গ্রুপের সর্বাধিক উইকেট (এমএ চিদম্বরম ট্রফি)- নেইজেখো রুপরেও।
২১. কোচবিহার ট্রফির সর্বোচ্চ রান (এমএ চিদম্বরম ট্রফি)- কাব্য তেওয়াটিয়া।
২২. কোচবিহার ট্রফির সর্বাধিক উইকেট (এমএ চিদম্বরম ট্রফি)- বিষ্ণু ভরদ্বাজ।
২৩. বিজয় মার্চেন্ট ট্রফির সর্বোচ্চ রান (জগমোহন ডালমিয়া ট্রফি)- লক্ষ্য রায়চন্দনি।
২৪. বিজয় মার্চেন্ট ট্রফির সর্বাধিক উইকেট (জগমোহন ডালমিয়া ট্রফি)- হেমসুদেশন জেগনাথন।
২৫. সিনিয়র উইমেন ওয়ান ডে ট্রফির সেরা ক্রিকেটার (জগমোহন ডালমিয়া ট্রফি)- প্রিয়া মিশ্র।
২৬. ঘরোয়া টুর্নামেন্টের বর্ষসেরা জুনিয়র মহিলা ক্রিকেটার (জগমোহন ডালমিয়া ট্রফি)- ঈশ্বরী আওয়াসারে।