রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন মুম্বইয়ের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী সহ এক ঝাঁক তারকারা। সেই অনুষ্ঠানে হঠাৎই উঠে এল বড়া পাও প্রসঙ্গ। ব্যাস আর কে দেখে। ক্যামেরা সোজা তাক করা হয় অধিনায়ক রোহিত শর্মার দিকে। সেই সময় দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা দেখা যায়। এরপরেই ভাইরাল হয় সেই ভিডিয়োটি। রোহিত শর্মা এবং বড়া পাওয়ের সম্পর্ক নতুন কিছু নয়। এক সাক্ষাৎকারে রোহিত শর্মা নিজেই জানিয়েছিলেন যে তিনি স্ট্রিট ফুড খেতে কত ভালোবাসেন। তাঁর শরীর দেখে অনেকেই মনে করেন যে রোহিত খুব বেশি ডায়েটের পক্ষপাতী নন।
রবিবারের তারকা সমৃদ্ধ অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর। অনুষ্ঠানের এক পর্যায় তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কী কখনও ড্রেসিংরুমে বা লকার রুমে লুকিয়ে বড়া পাও খেয়েছেন?’ এই প্রশ্ন শুনে হাসির রব ওঠে দর্শক আসনে। সচিন উত্তরে বলেন, ‘আমি একা নয়, দর্শক আসনে এরকম অনেকে আছে যারা বড়া পাও ভালোবাসে।’ তিনি দর্শকদের জিজ্ঞেস করেন, ‘করে কিনা?’ তখন চিৎকার করে ওঠেন দর্শকরা। যদিও সেই সময় রোহিতকে নির্বিকার দেখায়। মাথা নিচু করে তিনি নিজের হাতের দিকে দেখছিলেন।
উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি থেকে রোহিতকে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে দেখা যাবে। ঘরের মাঠে জম্মু-কাশ্মীরের মুখোমুখি হবে তারা। রঞ্জিতে রোহিত শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ওয়াংখেড়েতে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪০ বলে ১১৩ রান করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণার সময় তিনি নিজেই রঞ্জিতে খেলার বিষয়টা জানিয়েছিলেন। রোহিত বলেছিলেন, ‘হ্যাঁ, আমি খেলব। আপনি যদি আমাদের ক্যালেন্ডার দেখেন, এমন একটি সময় হয়নি যেখানে আমরা ৪৫ দিন ঘরে বসে ছিলাম। সারা বছরই ক্রিকেট চলছে। আপনি একমাত্র আইপিএল শেষ হলে তখন কিছুটা সময় পাবেন, যদি না কোনও প্রতিযোগিতা থাকে।’ বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যর্থ হওয়ার পর এখন রান পেতে রঞ্জিকে হাতিয়ার করছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া তিনি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ।