আফগানিস্তান আবারও প্রমাণ করল যে তাদের উন্নতি শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা ওয়ানডেতেও বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র অন্যতম আলোচিত ম্যাচে তারা ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চমকে দিয়েছেন। আর ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর বলেছেন, আফগানিস্তানের এই জয়গুলোকে আর ‘আপসেট’ বলা যাবে না, বরং এটি এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
সচিন বিশেষভাবে প্রশংসা করেছেন ইব্রাহিম জাদরানের, যিনি ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন। এছাড়া, আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫ উইকেটের স্পেলও জয়ের মূল চাবিকাঠি ছিল।
কী লিখলেন সচিন তেন্ডুলকর?
সচিন তেন্ডুলকর তাঁর ‘X’ (আগেকার টুইটার) পোস্টে লিখেছেন, ‘আফগানিস্তানের ধারাবাহিক উন্নতি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক! এখন আর তাদের জয়কে ‘আপসেট’ বলা যাবে না, কারণ এটি তারা অভ্যাসে পরিণত করেছে। ইব্রাহিম জাদরানের অসাধারণ সেঞ্চুরি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত পাঁচ উইকেট আফগানিস্তানের জন্য আরেকটি স্মরণীয় জয় নিশ্চিত করেছে। দারুণ খেলা!’
আরও পড়ুন … CT 2025: বুধে না আসলেও ছুটির দিনে নেটে অস্ত্রে শান গিলের, চিন্তা রোহিতের চোট নিয়ে- রিপোর্ট
ইংল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়
৩৭/৩ উইকেট হারানোর পর জাদরানের ১৭৭ রানের অসাধারণ ইনিংসে ভর করে ৩২৫/৭ স্কোর তোলে আফগানিস্তান। শুরুতে মনে হচ্ছিল জো রুটের দুর্দান্ত ১২০ (১১১ বল) রান ইংল্যান্ডকে সহজ জয় এনে দেবে। কিন্তু ওমরজাইয়ের বলে রুট আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। ইংল্যান্ডের ব্যাটিং হঠাৎ ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত ৮ রানে হারতে বাধ্য হয় ব্রিটিশরা। ওমরজাই ম্যাচে ৫৮ রানে ৫ উইকেট নেন। তার শিকারদের মধ্যে ছিলেন ফিল সল্ট, অধিনায়ক জোস বাটলার এবং শতরানকারী জো রুট।
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: শুধু অটোগ্রাফ দেওয়ার জন্য খেলে কী লাভ! রোহিতদের নিয়ে চটে লাল মুম্বইয়ের নির্বাচক
সচিনের প্রশংসায় গর্বিত ইব্রাহিম জাদরান জবাবে কী লিখলেন?
সচিনের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ইব্রাহিম জাদরান নিজেও ‘X’ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘যে ব্যক্তি প্রজন্মের পর প্রজন্মকে ব্যাট হাতে নিতে অনুপ্রাণিত করেছেন, তার কাছ থেকে প্রশংসা পাওয়া বিশাল সম্মানের বিষয়। সচিন তেন্ডুলকর, আপনার কথাগুলো আমার এবং আফগানিস্তান ক্রিকেটের জন্য অনেক অর্থবহ। ধন্যবাদ, স্যার।’
আরও পড়ুন … চলতি বছরের সেপ্টেম্বরেই তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! জেনে নিন পুরো বিষয়
আফগানিস্তানের জয়ী জুটি
আফগানিস্তান শুরুতে ৩৭/৩ থাকলেও, হাশমতউল্লাহ শাহিদি, ওমরজাই ও মহম্মদ নবির সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন জাদরান।ওমরজাই ৩১ বলে ৪১ রান করেন এবং পরে ৫ উইকেট তুলে নেন। এটি ছিল ইংল্যান্ডের আফগানিস্তানের বিরুদ্ধে টানা দ্বিতীয় ওয়ানডে পরাজয় এবং টানা ছয়টি ওয়ানডেতে হার।