১৯৬০ সালে প্রথমবার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন কোনও ভারতীয় ক্রিকেটার। সেবার একই সঙ্গে পদ্মশ্রী হন জশু প্যাটেল ও বিজয় হাজারে। সেই থেকে ক্রিকেটের ময়দানে উল্লেখযোগ্য অবদান রেখে ধারাবাহিকভাবে এই পুরস্কার হাতে তুলেছেন কোনও না কোনও ভারতীয় তারকা।
২০২৫ সালে দীর্ঘ সেই তালিকায় নাম জুড়ল আরও এক ভারতীয় ক্রিকেটারের। এবছছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। আপাতত দেখে নেওয়া যাক পদ্মশ্রী প্রাপ্ত ভারতীয় ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা।
পদ্মশ্রী সম্মানে ভূষিত ক্রিকেটারদের তালিকা
১৯৬০- জশু প্যাটেল, বিজয় হাজারে।
১৯৬২- নরি কন্ট্রাক্টর, পলি উমরিগড়।
১৯৬৩- সৈয়দ মুস্তাক আলি।
১৯৬৪- এমজে গোপালান।
১৯৬৫- ডিবি দেওধর।
১৯৬৭- মনসুল আলি খান পতৌদি।
১৯৬৯- চাঁদু বোরদে।
১৯৭০- বিষেণ সিং বেদী, এরাপল্লি প্রসন্ন।
১৯৭১- গুণ্ডাপ্পা বিশ্বনাথ।
১৯৭২- ভাগবত চন্দ্রশেখর, অজিত ওয়াদেকর।
১৯৭৩- ফারুখ ইঞ্জিনিয়ার।
১৯৭৫- পঙ্কজ রায়।
১৯৮২- সৈয়দ কিরমানি, কপিল দেব।
১৯৮৭- দিলীপ বেঙ্গসরকর।
১৯৮৮- মহম্মদ আজহারউদ্দিন।
১৯৯৯- সচিন তেন্ডুলকর।
২০০২- ডায়না এডুলজি।
২০০৩- এস ভেঙ্গটরাঘবন।
২০০৪- রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০০৫- অনিল কুম্বলে।
২০০৯- মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং।
২০১০- বীরেন্দ্র সেহওয়াগ।
২০১১- ভিভিএস লক্ষ্মণ।
২০১২- ঝুলন গোস্বামী।
২০১৪- যুবরাজ সিং।
২০১৫- মিতালি রাজ।
২০১৭- বিরাট কোহলি।
২০১৯- গৌতম গম্ভীর।
২০২০- জাহির খান।
২০২৩- গুরচরণ সিং।
২০১৫- রবিচন্দ্রন অশ্বিন।
রবিচন্দ্রন অশ্বিন ৩৮তম ভারতীয় ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার তারকা স্পিনার অল-রাউন্ডারের বর্ণোজ্জ্বল আন্তর্জাতিক কেরিয়ার।
অশ্বিনের টেস্ট কেরিয়ার
রবিচন্দ্রন অশ্বিন ১০৬টি টেস্টের ২০০টি ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। এক ইনিংসে অশ্বিনের সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে একটি টেস্টে অশ্বিনের সেরা বোলিং পারফর্ম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট। এছাড়া অশ্বিন টেস্টে ১৫১টি ইনিংসে ব্যাট করে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান-সহ ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৪ রানের। টেস্টে ৩৬টি ক্যাচ ধরেছেন রবিচন্দ্রন।
অশ্বিনের সীমিত ওভারের কেরিয়ার
অশ্বিন ১১৬টি ওয়ান ডে ম্যাচের ১১৪টি ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ৪ উইকেট। এছাড়া তিনি ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সাকুল্যে ৭২টি উইকেট সংগ্রহ করেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ৮ রানে ৪ উইকেট।