অস্ত্রপচার হল ভারতীয় দলের উঠতি ক্রিকেটার সাই সুদর্শনের। চোটের জন্য ছুঁড়ি কাঁচির তলায় পড়তে হল এই বাঁহাতি ব্যাটারকে। আইপিএলে গতবারই নজর কেড়েছিলেন এই ক্রিকেটার। যখন গুজরাট টাইটানসের হয়ে টানা ব্যর্থ হচ্ছিলেন ঋদ্ধিমান সাহা, তখন তাঁর পরিবর্তেই ওপেনিংয়ে শুভমন গিলের পাশে খেলানো হয় সুদর্শনকে। সেখানে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন।
এ দলের হয়ে নজর কাড়েন সাই সুদর্শন-
এই ভারতীয় এ দল এবং ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট ছাপ রাখেন সাই সুদর্শন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর সিরিজের আগে ভারতীয় এ দলের হয়েও সেদেশে গেছিলেন তিনি। ইন্ডিয়া এ দল হেরে গেলেও অজিদের ডেরায় দ্বিতীয় ম্যাচে সাই সুদর্শনের করা শতরান বেশ নজর কাড়ে। কিন্তু এরপরই চোটের জন্য তাঁকে মাঠ ছাড়তে হয় সাময়িকভাবে।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
৮.৫ কোটিতে গুজরাটে সাই-
আগামী বছরের আইপিএলের জন্য এই ক্রিকেটারকে বিপুল ৮.৫ কোটি টাকায় রিটেন করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটানস দল। ডিসেম্বরে অস্ত্রপচার হওয়ায়, আগামী তিন মাস অর্থাৎ ফেবরুয়ারির মধ্যে সাই সুদর্শন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বলেই আশাবাদী তাঁর ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে মার্চে আইপিএল শুরু হলে, তাঁকে প্রথম থেকেই পাওয়া যাবে দলের হয়ে।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
সবাইকে ধন্যবাদ জানান সুদর্শন-
সাই সুদর্শন নিজের অস্ত্রোপচারের পর ছবি পোস্ট করে ধন্যবাদ জানান চিকিৎসক, বিসিসিআই এবং তাঁর আইপিএলের দল গুজরাট টাইটানসকে। সেখানে তিনি লেখেন, ‘ খুব শীঘ্রই আরও শক্তিশালীভাবে ফিরব। অনেক অনেক ধন্যবাদ মেডিক্যাল টিম, বিসিসিআইকে তাঁদের প্রচেষ্টা এবং সমর্থনের জন্য। টাইটানস পরিবারকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য ’।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
তিন নম্বরে সাইকে খেলানোর ভাবনা-
অস্ট্রেলিয়ায় ভারতীয় এ দলের হয়ে পারফরমেন্সের পর তাঁকে তিন নম্বরে খেলানোর কথাও ভাবা হচ্ছিল, কারণ প্রথম টেস্টে শুভমন গিল চোটের জন্য ছিলেন না। যদিও সাই সুদর্শন না থাকায় গিলের অনুপস্থিতিতে, পরিবর্তে তিন নম্বরে খেলেছিলেন দেবদূত পাডিক্কাল, যদিও তিনি তেমন নজর কাড়তে পারেননি। তাই সুদর্শনের সমর্থকদের আশা, তাঁদের প্রিয় ক্রিকেটার মাঠে ফিরলে দ্রুত জাতীয় দলেও জায়গা করে নিতে পারবেন।
গুজরাটের হয়ে গত আইপিএলে ৫২৭ রান-
চেন্নাইয়ের এই ২৩ বছয়ী বাঁহাতি ব্যাটার এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন ১২টি ম্যাচ। করেছিলেন বিশাল ৫২৭ রান। ছিল একটি শতরান এবং দুটি অর্ধশতরানও। স্ট্রাইক রেটও ১৪০এর ওপরে। ফলে এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে, তাঁকে আগামী আইপিএলের শুরু থেকে পেতে গুজরাট টাইটানস কেন উৎসুক। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাই থাকবে। বিজয় হাজারে ট্রফিতে যদি তামিলনাড়ু নকআউটে যায়, সেক্ষেত্রে একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে সাই সুদর্শকে পাওয়ার, যদি তিনি আগামী দেড় মাসে কোনওভাবে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।