বর্ডার গাভাসকর সিরিজে অস্ট্রেলিয়া দলের সেনসেশনের নাম হয়ে উঠেছিল স্যাম কনস্টাস। শেষ দুই টেস্টে খেলেই তিনি যে পরিমাণে দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন, তাতে তিনি নিজের খেলা চালিয়ে যেতে পারলে আগামী দিনে প্যাট কামিন্সদের যোগ্য উত্তরসুরী হয়ে উঠতেই পারেন। ওপেনিং পজিশনেও ওয়ার্নার পরবর্তী ভরসার মুখ হয়ে উঠতে পারেন তিনি।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
অস্ট্রেলয়িান ওপেনার ম্যাকসুইনি প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের নায়ক কনস্টাসকে সুযোগ দিয়েছিল জর্জ বেলি, ম্যাকডোনাল্ডরা। আর এসেই তিনি নজর কাড়েন মেলবোর্নে। নিজের অভিষেক ইনিংসে বুমরাহর মতো বোলারের বিরুদ্ধে বড় শট খেলার পাশাপাশি তিনি অর্ধশতরানও করেছিলেন। যা সবার মন জিতে নেয়।
অভিজ্ঞতা জানালেন অজি তারকা-
সেই ম্যাচেই প্রথম ইনিংসে বিরাট কোহলি তাঁকে ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছিল, পাল্টা গোটা সিরিজ জুড়েই কোহলির মজা উড়িয়েছিলেন এই অজি ওপেনার। সিরিজ শেষে পর প্রায় ৩ সপ্তাহ কাটতে যায়, এখনও কনস্টাসের যেন হ্যাঙ্গোভার কাটতেই চাইছে না অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর ট্রফি জয়ের। একান্ত সাক্ষাৎকারেই জানাচ্ছিলেন নিজের সিরিজের অভিজ্ঞতার কথা।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
বক্সিং ডে টেস্ট ভুলতেই পারছেন না কনস্টাস-
কনস্টাসকে সঞ্চালক প্রশ্ন করেন, কোন কোন ভিডিয়ো BGT থেকে বেশি করে দেখছেন? পাল্টা অজি ওপেনার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না বক্সিং ডে টেস্টের প্রথম এক ঘন্টা যেভাবে কেটেছিল। আমি অনেকবার সেই ভিডিয়ো, দর্শকদের উচ্ছাস সব দেখেছি। আমি বুঝতে পারছিলাম, আমার আবেগ সেই সময় বেরিয়ে আসছিল। এটা আমার জন্য বড় শিক্ষা। আমি আশা করব আরও বড় ক্রাউডের সামনে যখন খেলব নিজের আবেগকে আরও কন্ট্রোলে রাখতে পারব। আর নিজেও আমি সিমার মধ্যেই থাকব ’।
বুমরাহকে নিয়ে কনস্টাস-
এরপরই সঞ্চালকের তরফে প্রশ্ন আসে কোনও বিশেষ মূহূর্তকে বেশিবার ভিডিয়োতে দেখেছেন? স্যাম কনস্টাস অবশ্য প্রশ্নটা বুঝতে না পেরে বলেন, ‘হ্যা, সত্যি কথা বলতে কি আমি যখন ওকে(জসপ্রীত বুমরাহকে) বড় শট মারছিলাম, একের পর এক। সেই শটের ভিডিয়োগুলো আমি বেশি করে দেখেছি ’।
বিরাট প্রসঙ্গে কনস্টাস-
এরপরই সঞ্চালক সরাসরি প্রশ্ন করেন বিরাটের ধাক্কা দেওয়া প্রসঙ্গে, যে বিরাট ইচ্ছাকৃতভাবে লেন পরিবর্তন করে তাঁকে এসে ধাক্কা দিয়েছে। তখন কনস্টাস অবশ্য বিষয়টিতে অতটা গুরুত্ব না দিয়ে বলেন, ‘আমি খুব একটা ওই ভিডিয়োটা দেখিনি। আমার মনে হয়েছে ওটা খেলার মধ্যেই হয়ে গেছে। আর কখনও কখনও খেলার মধ্যে এরকম নাটক থাকা বেশ ভালো বিষয় ’