জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে অত্যন্ত ডাকাবুকো মানসিকতার পরিচয় দেন স্যাম কনস্টাস। তবে সেনা দেশের বেশিরভাগ ব্যাটারের মতো স্যাম কনস্টাসকেও স্পিনের বিরুদ্ধে নড়বড়ে দেখায়। মেলবোর্নে অভিষেককারী অজি ওপেনারকে ফেরাতে তাই স্পিনকেই হাতিয়ার করেন রোহিত শর্মা। বলা বাহুল্য কনস্টাসকে ফাঁদে ফেলতে রবীন্দ্র জাদেজার বেশিক্ষণ সময় লাগেনি।
পন্তের মতোই ডাকাবুকো কনস্টাস
পরিস্থিতি যেমনই হোক না কেন, ঋষভ পন্ত তারকা বোলারদের বিরুদ্ধে যে রকম ডাকাবুকো মেজাজে ব্যাট করেন, টেস্ট অভিষেকে অবিকল তেমনই আগ্রাসন দেখান স্যাম কনস্টাস। একদা জেমস অ্যান্ডারসনের বলে নির্ভিক রিভার্স শটে যেভাবে বাউন্ডারি হাঁকান ঋষভ পন্ত, তা দেখে ধন্য ধন্য রব উঠেছিল ক্রিকেট বিশ্বে।
এবার মেলবোর্নে টেস্ট অভিষেকে ঠিক একই রকম আগ্রাসন দেখালেন স্যাম কনস্টাস। ১৯ বছরের অজি ওপেনার বার দু'য়েক জসপ্রীত বুমরাহর বলে রিভার্স শট খেলার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে তাতেও ভয় পেয়ে পিছিয়ে যাননি তিনি। পরে জসপ্রীতের একই ওভারে পরপর রিভার্স শটে চার-ছক্কা মারতে দেখা যায় তাঁকে। বুমরাহর এক ওভারে রেকর্ড ১৮ রান সংগ্রহ করে নেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, টেস্টে বুমরাহর এক ওভারে এত রান সংগ্রহ করতে পারেননি বিশ্বের আর কোনও ব্যাটার।
মারকাটারি হাফ-সেঞ্চুরি কনস্টাসের
টেস্ট অভিষেকে মাত্র ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্যাম কনস্টাস। সাহায্য নেন ৫টি চার ও ২টি ছক্কার। বুমরাহর ৩৩টি বল খেলে স্যাম সংগ্রহ করে নেন ৩৪ রান। সুতরাং, বুমরাহর বলে যিনি ছেলেখেলা করছেন, তাঁকে অন্তত এই ইনিংসে পেসারদের দিয়ে থামানো যাবে না, এটা বুঝতে বিশেষ অসুবিধা হয়নি ভারত অধিনায়ক রোহিতের।
জাদেজার জালে পা দেন স্যাম কনস্টাস
পেসারদের বিরুদ্ধে কনস্টাসের দাপট দেখেই রোহিত মেলবোর্নে প্রথম ঘণ্টার শেষেই স্পিন আক্রমণের সূচনা করেন। মেলবোর্নের তাজা পিচে ইনিংসের ১৬তম ওভারেই রবীন্দ্র জাদেজাকে বল করতে পাঠায় ভারত। জাদেজা নিজের তৃতীয় ওভারেই সাফল্য এনে দেন দলকে।
স্পিন আক্রমণ শানাতেই কনস্টাসকে তুলনায় অস্বস্তিতে দেখায়। শেষে ১৯.২ ওভারে জাদেজার তুলনায় সোজা বলের লাইন মিস করেন কনস্টাস। বল ঠিক স্টাম্পের সামনে কনস্টাসের ভিতরের পায়ে লাগে। আম্পায়ার আঙুল তুলতে সময় নষ্ট করেননি। নিশ্চিত এলডিব্লিউ বুঝেই রিভিউ নষ্ট না করে সাজঘরের পথে হাঁটা লাগান স্যাম। সাজঘরে ফেরার আগে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৬০ রান সংগ্রহ করেন তিনি।